বসন্তের বাসন্তী
দেবব্রত সরকার
বেশ সুন্দর ছবির ভেতর নিষ্পাপ মুহূর্তগুলো
দেখছিলাম খুঁজে খুঁজে
বেশ মিষ্টি লাগছে
তোমাকে
ভালোবাসার আতর মেখে কাজে ডুব দিলে
আমি বুকের ভেতর লুকিয়ে রাখবো প্রেম
তুমি খুঁজে খুঁজে নেবে
সমস্ত ক্লান্তি উজাড় করে
বুকের উপর বিছিয়ে দেবে কেশ
পারদ বাড়তে থাকল
তুমিও কখন কাছের থেকে মনে মন মিলিয়ে দিলে
আমাকে কেউ ফুল দেয়নি এখনো
নিশ্চয় তুমি দেবে
অপেক্ষার প্রহর গুনতে গুনতে
একদিন দেখা হবে ঠিক
তোমার গৃহ কাজে ডুব দেবার মত
আমিও ভালোবেসে যাবো নিষ্পাপ
সেইদিন বসন্তের শ্বাস শেষ হলেও
তুমি যেন আমাকে ফুল দিয়ে যেও 🌹
এমন সুন্দর কবিতা পড়ে মন জুড়িয়ে যায়
উত্তরমুছুনKhub bhalo laglo. Mon bhalo hoye yaoyar kabita. Nam-tio khub sundor.
উত্তরমুছুনসুপার্ব
উত্তরমুছুন'ভালোবাসার আতর মেখে কাজে ডুব দিলে/
উত্তরমুছুনআমি বুকের ভেতর লুকিয়ে রাখবো প্রেম'...। ভালো কবিতা।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনভালোবেসে কি সুন্দর কবি যেন বলছেন
মুছুন"সেইদিন বসন্তের শ্বাস শেষ হলেও
তুমি যেন আমাকে ফুল দিয়ে যেও 🌹"
এই লাইন দুটি চোখে জল এনে দেয়। শব্দ বন্ধনের যে শক্তি তা প্রমান করে।