খেলার জন্য খেলা নয়
পুষ্প প্রস্তাব এড়িয়ে যাও
আঁধারের ভেতর বৃষ্টির বেদনা কে আর দ্যাখে
কোথায় হারিয়ে দাও রাঙা শুক্রবার
অভাবের জ্বালায় চুম্বন এঁকে কবে উড়িয়ে দিয়েছি সেই সময়
একটা গাছের পাতা অভিমানে ঝরে যাচ্ছে রোববারের দিকে
পরাজয়ের ভয় থাকে বলেই
খেলার জন্য শুধু খেলা নয়, জয়ের গন্ধে মৌমাছি ভেসে যায়
এসো উন্মাদ ঢেউয়ের কাছে প্রশ্ন রাখি
কে তোমার আপন
উত্তুরে বাতাস কেঁদে কেঁদে বাড়ি বাড়ি শীত বিলায়
যার কাছে প্রেম আছে সে সঞ্চয় জানে না
ভিখারীরও সঞ্চিত প্রেম থাকে বরফ জমাটি আত্মচরিত
কপিরাইট-- পরাণ মাঝি/011020201953