০৬ মার্চ ২০২১

ইকবাল বাহার সুহেল ( ইংল্যান্ড )




কোথায় যাবো আমি


কোথায় যাবো আমি  কত দূর 

আমার জন্য যে কিছুই লিখা হয়নি 

কিছুই লিখে রাখিনি আমি মোহ , মায়া গদ্য

কোথায় শুরু , কোথায় শেষ  বিতৃষ্ণা দিয়ে সারা পদ্য। 


মরেছি মরিয়া তৃষ্ণায় স্বপ্ন যত 

কিছুই বলি নাই .. শুনেছি কতশত

অপাঠ্য আমি, কেউ পড়েনি পড়বেও না জানি 

না দুঃখ, না আনন্দ, না অন্য কিছু, না মনের কথা খানি। 

লুকানো একটা গল্প ছিল, স্বপ্ন ছিল আড়ালেই রেখে দিলাম ইতি টানি ,

পড়ার দায় নিবে কেনও তুমি .. ঘৃণা করেও তো কখনো ভালোবাসতে পারোনি ! মুছে দাওনি চোখের পানি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much