০৬ মার্চ ২০২১

বিধান সাহা




 সঞ্চয় 


চুক্তি যেটুকু ছিল
সেটুকুই থাক
নতুন কিছু
সংযুক্তির প্রয়োজন নেই

চেনা অচেনার
জীবন পথে
নতুন স্বপ্নের আবেশ
নতুন করে
ছবি আঁকে

এটুকুই চাওয়া
যেটুকু পাওয়া হলো
জীবনের চলার পথে
সেটুকুই থাক
স্বপ্নের সঞ্চয় হয়ে .....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much