০৬ মার্চ ২০২১

তহিদুল ইসলাম




অন্নদাতার ইতিহাস



ওদের পুড়তে দাও-- গোলার ধান,

জমির ফসল ;হোক না পুড়ে ছাই,

হাওয়ার মুখে দিবো-- কৃষকের কথা,

তাদের পরিশ্রমের কথা, তাদের কষ্টের কথা…..


বলবো, আমি বলবো---

তখন তোমার বন্দুক গর্জে উঠবে,

বুলডোজার চালিয়ে দেবে আমার উপর।

আমার রক্তে, ঘামে সবুজক্ষেত হবে রক্তলাল।

তার পর----- তার পর

শ্রাবণের মেঘ এসে বৃষ্টি ঝরাবে।


আমার প্রতিটি রক্তবিন্দু-আমি,

আমি জন্ম নিবো,লক্ষ লক্ষ আমি…..

তারা এসে কৃষকের কথা বলবে,

তাদের কষ্টের কথা, তাদের অধিকারের কথা ব'লবে।


আ'বারও গুলি চলবে তাদের উপর,

বুলডোজার চালিয়ে দেবে,রক্তের বন্যা বয়বে

নদী থেকে সাগরে, মহাসাগরে-- লালে লাল

মানুষে  জানবে, পৃথিবীটা জেগে উঠবে…


আ'বারও -

প্রতিটি রক্তবিন্দু-আমি,

আমি জন্ম নিবো, লক্ষকোটি আমি।

তাদের উদ্বেলিত হাত একসাথে উঁচিয়ে বলবে,

বিপ্লব----- বিপ্লব----

বিপ্লব ছড়িয়ে পড়বে বাতাসে

দিকে--- দিকে----


তখন-

তোমার বন্দুক পড়ে রবে,

বুলডোজার চালানোর লোক থাকবে না।

সব কিছুতে জং ধরবে,শ্যাওলা পড়বে,

শুধু,  সময়ের অপেক্ষা…..

তার পর---- তার পর-----

অন্নদাতার ইতিহাস লেখা হবে,

অন্নদাতার…..



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much