০৬ মার্চ ২০২১

শ্যামল রায়



 পয়সা না থাকলে যা হয়


 এক মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে

রেডিমেড দোকানে জামা কিনতে এসেছে

বারবার নতুন নতুন জামাকাপড় 

খুলে দেখাচ্ছে ব্যবসায়ী

পছন্দ হলেও মানিব্যাগে এত টাকা নেই

দরদামে পোষাচ্ছে না

ছোট বাচ্চার হাত ধরে 

মা বারবার ঘুরছে রাস্তায় 

দামটা আয়ত্তের মধ্যে করতে।

মহিলা ভাবছে সব টাকা এখানে খরচ করলে

বাড়িতে দুই বেলা রান্না হবে কি করে?

তবুও তো পুজো, কিনতে হবে 

নতুন জামা কাপড়, ছেলে-মেয়ের আবদার

মা- মা -কবে কখন কিনবে?

পুজোতো তো চলেই যাচ্ছে--

কিনে দাও কিনে দাও নতুন জামা ও প্যান্ট।

বাবার কাজ নেই, ধারদেনা করে

চাল সবজি কিনে বাড়িতে আসা

এসব এখন সবটাই রোজনামচা

বাঁচতে তো হবে?

এভাবে কত দিন বাঁচা যাবে?

একটার পর একটা উৎসব আসবে

কখনো অসুস্থ হলে ওষুধ কিনতে হবে

রয়েছে ডাল ভাতের জন্য রান্নাবান্না

কতদিন আর এভাবে বাঁচা যাবে।

ছেলে মেয়ের হাত ধরে রাস্তায় মা

হাতে পয়সা না থাকলে যা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much