মৃত্যুঞ্জয়ী
(মাতৃভাষা বাংলা চাই, মাতৃভাষা বাংলা চাই)
শ্লোগানে শ্লোগানে সেদিন সরল সরল মিষ্টি মুখগুলোই
আকাশে উদ্যত করে মুষ্টি, গড়ে তুলেছিল প্রতিবাদ
মানেনি কোন প্রতিরোধ, অবরোধ, অস্ত্রবাজি
মায়ের ভাষার জন্য লড়ে, তারা জীবন দিতেও রাজি।
ভালবাসায় দৃঢ়তা থাকলে, হতে পারে মানুষ অমর; মৃত্যুঞ্জয়ী!
নিজেকে নিজেদের জন্য কুরবান করে, শত স্বপ্নের দিয়ে বলি
ছিনিয়ে আনতে পারে সাপের ফনার সামনে থেকে জয়
১৯৫২’র ভাষা আন্দোলনে, বাংলার ছেলেরা তা পেরেছিল নিশ্চয়ই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much