পোস্টগুলি

এপ্রিল ১, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি শামরুজ জবা এর কবিতা "তোমার জন্য"

ছবি
তোমার জন্য  শামরুজ জবা   তুমি আসবে - এসে - একটু বসবে ?  বক্ষ কিনারে ? তোমাকে ভালোবাসার রঙে আলপনা এঁকে দিব তোমার শরীরে।  তুমি বসবে - পাশে এসে ? আমার সাদাকালো জীবনের গল্প শোনাবো।  তুমি তাকাবে একটু ?  এখন  আমার দিকে  আমার কাব্যের মাঝে,  তোমাকে খুঁজে পাবে।  তুমি একটু হাসবে ?  আমার পাশ ফিরে - আমার স্নায়ুকলায় দেখবে  তোমার প্রতিচ্ছবি।  তুমি আসবে দু'কদম এগিয়ে ?  আধো আধো কথা শোনাতে- আমার মাঝে দেখবো,  তোমার অস্তিত্বের আবুরণ। তুমি আসবে কখনও ?  এলো চুলে- খেয়ালের ভুলে-  আমি পবন রূপে স্পর্শ করবো  উষ্ণতা।  তুমি যদি আসতে কখনও  তাহলে সাদাকালো বেশ ছেড়ে  রাঙা - নাঙা - পায়ে - বেনারসি পড়ে  শ্বাস - প্রশ্বাসের মাঝে নিজেকে সাজিয়ে রাখতাম।  তুমি হয়তো-বা আসবে  শত ধিক্কার দিতে, তখন দেখবে, আমার কপোলের জলে  তোমাকেই তুমি।  আমাতেই তুমি মিশে রবে- শতরুপে তুমি।

শামীমা আহমেদ এর ধারাবাহিক উপন্যাস পর্ব ৮১

ছবি
ধারাবাহিক উপন্যাস  শায়লা শিহাব কথন  অলিখিত শর্ত ( পর্ব ৮১) শামীমা আহমেদ  রিশতিনা  সারাটা সকাল দুপুর বিকেল সন্ধ্যা কাটিয়ে এখন রাত প্রায় আটটা বাজতে চললো। সে সারাদিন ঘরে একা একাই সময় কাটালো।মাঝে কাজের বুয়া এলেও খুব একটা কথা বলা হয়নি।তবে বুয়ার মনের ভেতর  অনেক কথা, যা  সে বলতে চায় কিন্তু রিশতিনা সেদিকে একেবারেই কোন আগ্রহ দেখায়নি। একরকম দম ফাপড় করা অবস্থায় সে কাজ সারলো।বুয়াকে বিদায় দিয়ে রিশতিনা আবার একা হয়ে গেলো।   দুপুরের দিকে ইংল্যান্ড থেকে রিশতিনার  মা কল দিয়েছিল।তিনি খুব কান্নাকাটি করলেন। তিনি বলেই চললো,শিহাবের পরিবারের সাথে তোর কোনদিনই মিলবে না মা। তোর এই বিয়ে নিয়ে  আত্মীয়স্বজনেরা নানান কথা বলছে।  রিশতিনা যেন শিহাবের কাছ থেকে চলে আসে বারংবার তিনি সে কথাই বলে যাচ্ছিল।রিশতিনা ভেবে দেখলো আজও মা শিহাবকে আপন করতে পারেনি। আজো মেয়ের মন, মেয়ের সংসার তার কাছে কোন বিবেচনায় আসে না।অথচ তারই মেয়ে শিহাবের এতটুকু মনযোগ পাওয়ার আশায় সবকিছু পিছু ফেলে এসেছে। শিহাবকে আপন করে পেতে দিনরাত কেঁদে যাচ্ছে। রিশতিনা ভাবলো পৃথিবী সৃষ্টির লগ্ন থেকেই মনে হয় এই ধনী গরীব আর ভালবাসার প্রশ্নে পিতামাতা আর সন্তানের মাঝে দ্