০১ এপ্রিল ২০২২

কবি শামরুজ জবা এর কবিতা "তোমার জন্য"




তোমার জন্য 
শামরুজ জবা 

তুমি আসবে - এসে - একটু
বসবে ? 
বক্ষ কিনারে ?
তোমাকে ভালোবাসার রঙে আলপনা এঁকে দিব তোমার শরীরে। 

তুমি বসবে - পাশে এসে ?
আমার সাদাকালো জীবনের গল্প শোনাবো। 

তুমি তাকাবে একটু ?  এখন 
আমার দিকে 
আমার কাব্যের মাঝে, 
তোমাকে খুঁজে পাবে। 

তুমি একটু হাসবে ? 
আমার পাশ ফিরে -
আমার স্নায়ুকলায় দেখবে 
তোমার প্রতিচ্ছবি। 

তুমি আসবে দু'কদম এগিয়ে ? 
আধো আধো কথা শোনাতে-
আমার মাঝে দেখবো, 
তোমার অস্তিত্বের আবুরণ।

তুমি আসবে কখনও ? 
এলো চুলে- খেয়ালের ভুলে- 
আমি পবন রূপে স্পর্শ করবো 
উষ্ণতা। 

তুমি যদি আসতে কখনও 
তাহলে সাদাকালো বেশ ছেড়ে 
রাঙা - নাঙা - পায়ে - বেনারসি পড়ে 
শ্বাস - প্রশ্বাসের মাঝে নিজেকে সাজিয়ে রাখতাম। 

তুমি হয়তো-বা আসবে 
শত ধিক্কার দিতে,
তখন দেখবে, আমার কপোলের জলে 
তোমাকেই তুমি। 

আমাতেই তুমি মিশে রবে- শতরুপে তুমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much