২২ আগস্ট ২০২১

মিতা নুর



আমি ভালোবাসা খুঁজি 


আমি ভালোবাসা খুঁজি, 

আতুড়ঘরে বেদনায় ভরা 

স্নেহময়ী মা'য়ের মুখের হাসিতে !! 


আমি ভালোবাসা খুঁজি

সন্তানের প্রথম বাবা ডাক শুনার 

আনন্দ আঁখি'তে !! 


 আমি ভালোবাসা খুঁজি, 

বদমেজাজি ভাইয়ের আদর 

লুকিয়ে রাখা দু'টাকার রাখী'তে !! 


আমি ভালোবাসা খুঁজি, 

ছোট বেলায় দিদির মুখের 

ঘুমপাড়ানির গল্প শুনা সেই রাতি'তে ! 


আমি ভালোবাসা খুঁজি, 

ক্লান্ত দু-চোখ মেলে ভালোবাসা খুঁজি, 

হারিয়ে যাওয়া পুরোনো  সেই" স্মৃতিতে  !! 










 ২১/০৮/২০২১--ইং সময়--রাতঃ-৩ঃ৫৯--

আইরিন মনীষা 


প্রতিক্ষার প্রহর 


খুব করে জানতে চাই
কেমন আছো তুমি, 
সেই এক বিকেলে আসি বলে চলে গেলে 
হয়নি দেখা আর তোমার সাথে কিংবা কথাও হয়নি। 


বকুল ফুলের মালা গুলো শুকিয়ে গেছে 
যেন তোমারই অপেক্ষার প্রহর গুনছে এখনো,
কতদিন দেখিনি তোমার ডাগর কালো চোখের চাহনি 
যেখানে আমি হারিয়ে যেতাম এক অথৈ সমুদ্রে।


কতদিন ......
হাঁটা হয়নি নদীর তীরে 
হাত ধরাধিরি করে দেখা হয়নি শরতের বিকেলের কাঁশফুলের সৌন্দর্য, 
কতদিন....... 
যাইনি সমুদ্রের প্রশস্ত বালুকা রাশিতে 
দেখিনি ভিজিয়ে নগ্ন পদ যুগল সাগরের নোনা জলে। 


বড় সাধ জাগে আবার ও সেই বৈশাখী মেলা দেখতে 
বিরহী প্রহরে আজ মনটা বড়ই উতলা হয়ে আছে, 
সময় যে আর কাটে না একাকী আমার 
কবে পাবো তোমার দেখা আবার। 

মনে পড়ে খুব সেদিনের কথা 
যখন, তুমি আমার দীঘল কালো চুলে সাঁতার কাটতে, 
আমার খুব করে পেতে চাই সেই মধুময় ক্ষণ 
যখন তুমি আমার পাশে বসে হারানো দিনের গান গাইতে। 


আমার বিরহী প্রহরে 
তুমিই একমাত্র সঙ্গী 
যার সাথে বেলা অবেলায় কেটে যায় আমার ক্ষণ, 
মিলনের দিগন্তে ভাসবো বলে প্রতীক্ষার প্রহর গুনছি 
শুনছ কি তুমি ! আমার অব্যক্ত কথা গুলো ? 

এসো না আবার দুজন হারিয়ে যাই 
সেদিনের কাছে যখন শুধু আমি আর তুমি 
একান্ত সান্নিধ্যে না বলা কথার ফুলঝুড়িতে 
খুঁজে পেতাম স্বর্গের আছে যত সুখ। 


এখনো বাতাসে কান পেতে থাকি 
তোমার আসার মাহেন্দ্রক্ষণ এর প্রতীক্ষায়, 
রাত জেগে বিচরণ করি আমার স্বপ্নিল ভুবনে 
যেখানে তুমিই আরাধ্য আমার স্বপ্নের সেই রাজকুমার। 


আমার করি ডোরে থাকা কাকাতুয়াও আছে তোমার পথ পানে চেয়ে, 
তোমার নাম ধরে সে বেশ ডাকে 
আর আমাকে শুধায় তোমার গুনগান। 


আমার বাগানের ফুল গুলো ও প্রহর গুনছে 
এই বুঝি তুনি এসে কাননে পদ ধুলি দিলে, 
কাননের কুসুম কলি ও যেন নতুন ভোরের প্রতীক্ষায় 
তোমার আগমনি বার্তা পেয়ে ফুটবে বলে। 


 কাটে না সময় লাগে না ভালো 
তোমার বিহনে কি করে সময় কাটে আমার বলো ? 
আর কত কাল অপেক্ষার প্রহর গুনলে 
তুমি আমার মন কাননে প্রস্ফুটিত হবে একান্তে ?

মুহাম্মাদ সালাহউদ্দীন 

 



চিঠি দিও 



 চিঠি দিও, 
ছোট্ট একটি শব্দ লিখে খামে পুরে দিও 
মানুষের বুকে আজীবন লালিত একটি শব্দ- 
যার থেকে উত্থান এ সভ্যতা- 
হৃদয়োচ্ছাস দিয়ে শুধু সে শব্দটিই লিখো 
বৈশাখী ছাতকের মত তৃষ্ণা কাতর আমি অসম্ভব এক বেদনায় কাতরাচ্ছি। 


চারিদিকে সমুদ্র-জলাশয়-দীঘি 
ইচ্ছে করলে ডুব সাঁতার দিয়ে 
আকন্ঠ পান করতে পরি
অনেকের মত- 


সেদিক মাড়াইনা মোটেই- 
চেয়ে আছি ঐ উদার আকাশটার দিকে 
এক ফোটা জল পেলে 
চির ঋণী হয়ে যাবো।

কাজল সেনগুপ্ত 




 চাঁদের সাথে চলি 

 

আমিও চলি আমার সাথে সাথে চাঁদও চলে 

তারা রাও সঙ্গী হয় চলার 

মাঠ , ঘাট , প্রান্তর , পেরিয়ে যাই জীবনের - 

জীবনও থেমে নেই চলছে ...... 

কখনও উত্থান কখনও পতনের মধ্যে 

কত ইতিহাস কত সংঘাত 

খান খান করছে মানুষের জীবন 

কত চোখের জলের শুকনো সমুদ্র 

 কত হা হা কার 

কত রক্তের স্রোত। 

 মায়ের শরীরে কাঁটা তারের বেড়া 

একই মায়ের সন্তানদের পীঠে ছাপ দিয়ে আলাদা করা 

 চাঁদ তো একটাই , সূর্য ও একটাই 

চাঁদ ও সূর্যের আলোয় ভাসি মায়ের সকল ছেলে মেয়েরাই 

ওদের ভাগ করার সাধ্য নেই মূর্খদের সীমাবদ্ধ ক্ষমতার লড়াই ।

মাছুম খান 

 



জীবনজুটি 


মন যদি হয় মনের মতন 

মনবাগিচায় মন, 

মনের মাধুরী মিশায়ে মন 

মনেরে বুকে আপন। 


জোছনার চন্দন রূপরসে 

মেতে ওঠে চখা চখী, 

আদরে সোহাগে বিহগ বিহগী 

বিহরত সখা সখী। 


 সত্য সুন্দর সৃষ্টির মাঝে 

মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, 

মানুষের মাঝে নর নারী 

দুইয়ে এক জীবনদৃষ্টি। 


গোটা সৃষ্টির এক স্রষ্টা 

প্রেমময় সুন্দর, 

জীবনবন্ধন জগতসংসার 

নারী নর সহচর। 


নরমনে চায় প্রেমসুন্দর নারী 

নারীমনে প্রেমসুন্দর নর, 

নর নারী পূষ্পসুবাসিত প্রাণ 

এক আত্মা প্রেমসুন্দর। 


 প্রেম ভালোবাসা অন্তর্ঘ্রাণ 

বুকের রত্নধন, 

রতনে রতন যতনে যতন 

মনে মন বিতরণ। 


মনের খেয়ালে হেয়ালে বেহালে 

সবারে দিও না মন, 

মনের যোগ্য বুঝে নিও মন সমমনা নিশ্চয় 

অসম প্রেম ভেঙ্গে দেয় মন ভেঙ্গে দেয় সাজানো জীবন। 


 জীবনজুটি বেছে নিতে হয় 

জীবনদৃষ্টি দিয়ে, 

রক্তের রঙ বুঝে নিয়ে তবে 

প্রেমিক হও প্রেম পিয়ে। 


প্রেমসুন্দর নারী ও নর 

একটি জীবনজুটি, 

প্রেমরঙ্গে রঙ্গিন হয়ে গড়ো 

জীবনচৌকাঠ খুঁটি। 


প্রেমসুন্দর মানবমানবী 

সুখের জীবনসংসার, 

প্রেমান্ধ মন বোঝে না রতন 

জীবন অন্ধকার। 


 আমি সুন্দর জগতমাঝে 

আমিত্বসুন্দর, 

আমিত্বপ্রেম গুলবাগে গুল 

সুশোভিত অন্তর।

 ফিরোজ আহমেদ জুয়েল 



জীর্ণ জীবন(পর্ব-১) 




অতিরিক্ত রাগ,জিদ, অহংকার ও ইগো মানুষকে ধ্বংস করে দেয়। এবং আত্মসম্মান এর চেয়ে বড় আর কিছুই নেই,যেটি হারিয়ে গেলে বেঁচে থাকাটাও দূর্বিষহ হয়ে পড়ে এবং জীবন্ত মানুষও জীবন্ত লাশ হয়ে যায়। এই দুইটি উক্তির সমন্বয়ে রচিত লেখা জীর্ণ জীবন। এই গল্পে তুলে ধরা হয়েছে কিভাবে একটি মানুষ তথা পরিবার হারিয়ে বিবাগী হয়ে যায়,তারই বাস্তবোচিত কাহিনী তুলে ধরা। নির্দোষ হয়েও একজন নিরাপরাধ যুবক আইনের কাছে আসামী এবং ২য় দফায় সাজা ভোগ করে। বিচারাধীন অবস্হায় কতোটা কষ্ট ও ঘৃনা পেলে একজন যুবক চিৎকার করে বিচারককে বলতে পারে মাননীয় জজ সাহেব,আমাকে নির্দোষ প্রমানের জন্য মুক্তি দিন না হয় সাজা দিন তবুও আমার সহধর্মিণীর সাথে যেতে বাধ্য করবেননা প্লিজ প্লিজ প্লিজ.......! চলমান

নীলাচল চট্টরাজ





স্পন্দন



নীল আকাশে মেঘের খেলা
রঙিন হোলো মন
সাগর জলে   নৌকো ভাসে
ঢেউয়ের স্পন্দন
 

শিবনাথ মণ্ডল




বাঁচাও বাঁচাও


গাড়িঘোড়া বাড়ছে 
 বাড়ছে বাড়ি 
কল কারখানা 
আর ধোঁয়ারগাড়ি। 

গাছপালা কাটছে 
পড়ছে চড়া 
পৃথিবীটা একদিন 
হয়েযাবে খড়া। 

তখন বন্ বন্ 
ঘুরবেনা ধরা 
জীব জগৎ তখন 
হয়েযাবে মরা। 

এসো সবাই একসাথে 
শপথ করি 
আমরাই জগৎ সবুজে 
ভরাতে পারি। 

সম্মান রাখবো 
দেশের নারীর 
 মানোবতার বোধ 
যেন রাখতে পারি। 

অপচয় নষ্ট 
করবো না জল 
দ্বায়ীত্ব রাখলে 
পাবো সুফল। 

সকলে গাছ বাঁচাও 
প্রকৃতি বাঁচাও 
পৃথিবীর সন্তান 
জীব বাঁচাও। 

গাছ আমাদের 
বাঁচায় প্রাণ 
গাছ কাটা বন্ধ 
হোক বিধান।