২২ আগস্ট ২০২১

মুহাম্মাদ সালাহউদ্দীন 

 



চিঠি দিও 



 চিঠি দিও, 
ছোট্ট একটি শব্দ লিখে খামে পুরে দিও 
মানুষের বুকে আজীবন লালিত একটি শব্দ- 
যার থেকে উত্থান এ সভ্যতা- 
হৃদয়োচ্ছাস দিয়ে শুধু সে শব্দটিই লিখো 
বৈশাখী ছাতকের মত তৃষ্ণা কাতর আমি অসম্ভব এক বেদনায় কাতরাচ্ছি। 


চারিদিকে সমুদ্র-জলাশয়-দীঘি 
ইচ্ছে করলে ডুব সাঁতার দিয়ে 
আকন্ঠ পান করতে পরি
অনেকের মত- 


সেদিক মাড়াইনা মোটেই- 
চেয়ে আছি ঐ উদার আকাশটার দিকে 
এক ফোটা জল পেলে 
চির ঋণী হয়ে যাবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much