২২ আগস্ট ২০২১

মিতা নুর



আমি ভালোবাসা খুঁজি 


আমি ভালোবাসা খুঁজি, 

আতুড়ঘরে বেদনায় ভরা 

স্নেহময়ী মা'য়ের মুখের হাসিতে !! 


আমি ভালোবাসা খুঁজি

সন্তানের প্রথম বাবা ডাক শুনার 

আনন্দ আঁখি'তে !! 


 আমি ভালোবাসা খুঁজি, 

বদমেজাজি ভাইয়ের আদর 

লুকিয়ে রাখা দু'টাকার রাখী'তে !! 


আমি ভালোবাসা খুঁজি, 

ছোট বেলায় দিদির মুখের 

ঘুমপাড়ানির গল্প শুনা সেই রাতি'তে ! 


আমি ভালোবাসা খুঁজি, 

ক্লান্ত দু-চোখ মেলে ভালোবাসা খুঁজি, 

হারিয়ে যাওয়া পুরোনো  সেই" স্মৃতিতে  !! 










 ২১/০৮/২০২১--ইং সময়--রাতঃ-৩ঃ৫৯--

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much