বাঁচাও বাঁচাও
গাড়িঘোড়া বাড়ছে
বাড়ছে বাড়ি
কল কারখানা
আর
ধোঁয়ারগাড়ি।
গাছপালা কাটছে
পড়ছে চড়া
পৃথিবীটা একদিন
হয়েযাবে খড়া।
তখন বন্ বন্
ঘুরবেনা ধরা
জীব জগৎ তখন
হয়েযাবে মরা।
এসো সবাই একসাথে
শপথ করি
আমরাই জগৎ সবুজে
ভরাতে পারি।
সম্মান রাখবো
দেশের নারীর
মানোবতার বোধ
যেন
রাখতে পারি।
অপচয় নষ্ট
করবো না জল
দ্বায়ীত্ব রাখলে
পাবো সুফল।
সকলে গাছ বাঁচাও
প্রকৃতি বাঁচাও
পৃথিবীর সন্তান
জীব বাঁচাও।
গাছ আমাদের
বাঁচায় প্রাণ
গাছ কাটা বন্ধ
হোক বিধান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much