পোস্টগুলি

জুন ১০, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Bff

LOVEন

কবি গোলাম মোস্তফা এর কবিতা "আমাদের শিশু"

ছবি
আমাদের শিশু গোলাম মোস্তফা   শিশুরা নয়ন সুন্দর  শিশু মানে পরিবারে সুখের স্পন্দন বয়োবৃদ্ধদের অবলম্বন নতুন পিতামাতার সম্পর্কের দৃঢ় বন্ধন। শিশু মানেই আধো আধো ডাক আধো আধো উচ্চারণ শিশু মানেই টলোমলো চলা কষ্ট কল্পিত মিষ্টি সম্ভাসন। শিশু মানে অনেক যত্ন অনেক প্রত্যাশা শিশু মানে মাতার রাত ঘুমহীন বিরামহীন পরিচর্যা আর ভয়ে ভয়ে দিন যাপন শিশু মানেই পরিবারে জেগে থাকা স্বপ্ন রঙিন। যে শিশু শান্তি আনে স্বস্তি আনে  বড় হলেই সে শিশুই আঘাত হানে সে শিশুই পিতা মাতার দুঃখের কারণ সে শিশুই পিতা- মাতার বুকে শেল হানে। অনন্ত প্রত্যাশার শিশুর শিক্ষা হোক মানবিক তোতা পাখি না হোক জীবন বাস্তবতা দেখে ঠেকে ঠেকে শিখুক সত্যের পথে পরিবর্তিত হোক আজীবন। শিশুর শিক্ষা হোক কর্মমুখর  বাবু সংস্কৃতির উর্ধ্বে উঠুক পরিবারের অনুশীলন শিশু স্বনির্ভর ভাবে গড়ে উঠুক স্বার্থপরতা নয় পরার্থপরতা হোক তার মিশন।

কবি মোঃ হা‌বিবুর রহমান এর কবিতা "জ্যৈ‌ষ্ঠৈর দুপু‌রে"

ছবি
জ্যৈ‌ষ্ঠৈর দুপু‌রে মোঃ হা‌বিবুর রহমান ছন্দ তু‌লিয়াই ময়ূর যবে পেখম মে‌লিল স‌বে গগ‌নে, কাকাতুয়ারা ধ‌রিলো গান ম‌নের সু‌খেই তা একা‌ন্তে। ‌কো‌কিলা এখ‌নো ডা‌কে কু-হু কু-হু গা‌ছের আবডা‌লে,  মাছরাঙাটি ব‌সে আ‌ছে একই ধ্যা‌ণে মা‌ছের সন্ধা‌নে।  শামুকভাঙ্গারা দল ‌বাধিয়া উ‌ড়িয়া গগ‌নে ছু‌টে চ‌লে, কানা বকেরা মা‌ছের সন্ধা‌নে অ‌পেক্ষার প্রহর গো‌ণে। হুতুম পেঁচা‌কে দি‌নের বেলায় দে‌খে হয় সবাই অবাক, ঐ দূর হ‌'তে ‌ভে‌সে আ‌সে ঘুঘু পা‌খিদের সনাতন ডাক। ভর দুপু‌রে দ‌খিনার বাতা‌সে দোলা দি‌য়ে যায় ম‌নে, ম‌নে ছন্দ জা‌গে সেই দখিনা মৃদুমন্দ বায়ুর তো‌ড়ে। ঘ‌রের পা‌শে আম্রপাতার পত পত আওয়াজ ‌যেন শু‌নি, দুরূদুরূ মন আজি শু‌নি বিপ‌দের কোন আলামত না‌কি ? ‌জ্যৈষ্ঠের এ ভর দুপু‌রে সুরূজ ঢা‌লি‌ছে গ্রী‌ষ্মের খরতাপ, ধরাটা পুড়ে হ‌'চ্ছে তাই ফু‌টিফাটা যেন একদম ছারখার। ‌কোথাও নেই বাতাস, পত্রপল্লব হ‌'য়ে গে‌ছে অসার স‌বি, এ‌কোন সং‌কেত বু‌ঝি‌তে না‌‌ পা‌রি বিপ‌দের আশু ধ্ব‌নি। দূর আকা‌শে জ‌মি‌ছে কা‌লো ঘন মেঘ ঈশান কো‌ণে, সবাই ব‌সে আ‌ছে বৃ‌ষ্টির অ‌পেক্ষায় বড় আশা নি‌য়ে।