পোস্টগুলি

সেপ্টেম্বর ৩০, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুসুম, আপনাকে

ছবি
সানি সরকার যে-কোনো রূপকথাই আদপে কোনো ছেলে ভোলানো গল্প নয় কোনোভাবেই নয়, আপনিও জানেন আমাদের মধ্যিখানে একটি বৃত্ত থমকে আছে তার ভেতর কিছু শিশুর মতো মৌনতা - কখনো পক্ষীরাজ ঘোড়াটি শব্দ করে, লাফিয়ে লাফিয়ে ওঠে পাহাড় ডিঙিয়ে যায়... সহজপাঠ খুলে বসে আমাদের টিনটিন, আপনি তার সহজ মা আপনি তার বর্ণপরিচয় কত দ্রুত ভুলে যান কমলালেবুর গল্প আস্তে আস্তে গুঁটিগুলি ভেঙে ফ্যালে ফুলেদের রাণী প্রজাপতি... ফুলেদের রাজা প্রজাপতি... আমরা এভাবেই একদিন রূপকথার ঝিলটির সামনে আসি কে সেই যাদুকর, আপনি কী চেনেন তাঁকে, আপনি কি তাঁকে দেখতে পান আপনি তাঁর নামে আজও পূজো দেন দূর্গা মন্দিরে দৃঢ় ঘণ ধূসরের ভেতর একটি হরিণ ঘড়ির সঙ্গে দৌড়ে যায় আপনি তার দৌড়ের দিকে অপলক চেয়ে থাকেন কুসুম আমি তার কেন্দ্রের দিকে চেয়ে থাকি এক অস্পৃশ্য মেরুন দুপুর