পোস্টগুলি

মে ২, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি সানি সরকার এর কবিতা "জলের মতন সহজ" 

ছবি
জলের মতন সহজ  সানি সরকার  এই একটি সময় কাঠের মতন অসাড়  এবং এইখানে কিছু বিদ্যুৎচমক  এখন শুধু দেখার নিজের ভেতরের পরতগুলিকে খুলে খুলে  মৃদঙ্গ বাজছে শুনতে পাচ্ছি  মরুভূমির নিস্তব্ধের ভেতর চকমোকি  আলোর মধ্যিখানে সনাতন আনন্দ  এই ছাদের ওপর থেকে একজন রাত পাহারা দিচ্ছে

কবি আমিনা তাবাসসুম এর কবিতা "আজ নয় কাল"

ছবি
আজ নয় কাল আমিনা তাবাসসুম আজ নয় কাল এইভাবেই এগিয়ে আসে এক একটি তারিখ আমরা অপেক্ষায় অধীর হই যার থেকে খুশি চলে গেছে যার নেই দু মুঠো সকাল চোখের নিচে যার ঢেউ ওঠে রোজ এবং যে অন্ধকারের মধ্যে চলে গেছে                                 বাতাসের ভোর সবাই নিমেষের থেকে সময় চুরি করি ভুলে যায় নিঃস্ব হই বুকে শুধু লেগে থাকে চকমকি শোর আজ নয় কাল          ঈদ উল ফিতর