আজ নয় কাল
আমিনা তাবাসসুম
আজ নয় কাল
এইভাবেই এগিয়ে আসে এক একটি তারিখ
আমরা অপেক্ষায় অধীর হই
যার থেকে খুশি চলে গেছে
যার নেই দু মুঠো সকাল
চোখের নিচে যার ঢেউ ওঠে রোজ
এবং যে অন্ধকারের মধ্যে চলে গেছে
বাতাসের ভোর
সবাই নিমেষের থেকে সময় চুরি করি
ভুলে যায়
নিঃস্ব হই
বুকে শুধু লেগে থাকে চকমকি শোর
আজ নয় কাল
ঈদ উল ফিতর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much