
বিশ্ব নারী দিবসে শ্রদ্ধাঞ্জলি হিসেবে আমার
নারী
আমি নারী
যুগে যুগে হয়ে চলেছি
লাঞ্ছিত ,বঞ্চিত, অনাদৃত।
আমি সেই নারী,
সৃষ্টি বাঁচিয়ে রাখতে
সন্তান জন্মদাত্রী।
আবার,
পুরুষশাসিত সমাজে
লালসা চরিতার্থে বারবার
শিকার হই ,আমি নারী।
আমি নারী তবু ভুলে যাই,
যন্ত্রণার কথা।
তাই,
বারবার পুরুষেরই প্রেমে পড়ি।
আমি নারী
আমার জীবনীশক্তি এতটাই
যে বারবার বেঁচে উঠি।
(২)
আমি নারী
তাই চিৎকার করে বলতে পারি না,
আমি মায়ের নাড়ি ছেড়া ধন।
আমি নারী-
তাই,
আমার থাকতে নেই কোন
কামনা -বাসনা ,আশা-আকাঙ্ক্ষা।
আমি যে নারী-
তাই আমি বলতে পারি না,
এ পৃথিবীর রূপ রস গন্ধ
সব পুরুষের মত আমার
সমঅধিকার।
আমি বলতে পারি না
আমার জন্মদাত্রীকেও,
যৌথ পরিবারে দাদা ভাইদের মতো
এক গ্লাস দুধ বা হরলিক্স আমারও চাই।
আমি যে নারী-
তাই পুরুষের যাতে অধিকার আছে,
আমার থাকতে নেই।
অথচ সন্তানের জন্ম দিতে গিয়ে
সমান যন্ত্রণা ভোগ করতে হয়েছে।
প্রশ্ন করলে মা নিরুত্তর?
আসলে মায়েরাও
পুরুষ শাসিত সমাজের শিকার।
তার প্রাপ্য অধিকার বুঝতে অপারগ।
তাই মায়ের কণ্ঠে ধ্বনিত হয়-
পুরুষের যাতে অধিকার,
তোমার তাতে নেই।
শুধু নেই নেই নেই...?
অথচ আমরা নারীরা না থাকলে
এই পৃথিবীর অস্তিত্বই নেই।
মা তুমিও যে নারী
এই পৃথিবীর মূল্যবান শক্তি।
(৩)
আমি নারী
বর্ণপরিচয়ে আত্মশুদ্ধি ঘটিয়ে
আজ আমি বুঝতে শিখেছি,
যা পুরুষ পারে তা আমিও পারি।
আজ আমি সব পারি।
সন্তান জন্ম দিতে যেমন পারি।
শিক্ষিকা হয়ে মানুষ গড়তে পারি,
নার্স ডাক্তার হয়ে জীবন ও বাঁচাতে পারি।
আমি নারী , সব পারি।
আজ বিমান চালাতে পারি,
বিজ্ঞানী হয়ে নানা আবিষ্কারে
পৃথিবীকে সুসজ্জিত করতে পারি।
আমি নারী শুধু পরিবার নয়,
গোটা দেশ চালাতে পারি।
আমি আরো অনেক কিছু পারি
তাই আজ পুরুষের নেই রাজ্যের
বাসিন্দা না হয়ে ,দেখিয়ে দিতে চাই-
আর অবহেলা নয় ,অত্যাচার নয়,
শুধুই প্রতিবাদ , আর প্রতিবাদ।
এই পৃথিবীর সবকিছুতেই
নারীর ও সমঅধিকার।
নতুন শতাব্দীতে দৃঢ়
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠুক নারী।
প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে
জেগে উঠুক, প্রতিবাদী হয়ে
উঠুক আগামীর নারী।
(৪)
নারী তুমি সর্বজয়ী,
নারী তুমি অনন্য।
তবে তুমি কেন হও
এখনো এত হেয়?
নারী তুমি কন্যা, জায়া,
ভগিনী, সর্বংসহা মাতা,
একথা জানে সর্বজনা।
তুমিই সৃষ্টি , প্রকৃতি,
তবু কেন তোমায় নিয়ে
এত কাটাকুটি?
এতদিন তোমায় অবলা করে
রেখেছিল পুরুষতান্ত্রিক সমাজ।
এখন প্রমাণ করেছ তুমি
ঘর-বাহিরে সম পারদর্শী।
তবে কেন আর মুখ বুজে করবে
সহ্য পুরুষের চোখরাঙানি?
কেন নারী পারবে না হতে শক্তিশালী?
একবিংশ শতাব্দীতে নারীর
আজ প্রতিজ্ঞাবদ্ধ হবার দিন।
লাঞ্ছনা -গঞ্জনার অবসানে,
শিক্ষাকে হাতিয়ার করে,
নারী যোগ্য জবাব দিক।
আর সোনালী সূর্যমুখী ভোর
উঁকি দিক প্রতি ডোর।