০৭ মার্চ ২০২১

সমিত মণ্ডল




ক্লাস নাইনের মেয়ে


বিকেলবেলা ভোকাট্ট ঘুড়ি

এক দৌড়

এক দুই তিন চার

মোহন মোড়,ব্যারাক স্কোয়ার 

কতরঙ্গ 

পিংপং টুর্নামেন্ট,ফুচকা-ঝালমুড়ি

বন্ধুরা মিলে এক্কেবারে হুড়োহুড়ি।


একটু পরেই সূর্য পাটে

ডাকছে পড়ার ঘর

বইয়ের ভেতর ময়ূরপুচ্ছ 

এই মন

পড়ার ভানে কাকে খুঁজছো?


বাবার ফিরে আসা 

মায়ের রান্নাঘর

ঠাম্মা বলে

ভালো করে পড়,ভালো করে পড়

মিলবে চাকুরে বর।


ক্লাস নাইনের মেয়ে 

স্বপ্ন দেখে

জলকে চল,জলকে চল

মনমাঝি তুই

খেয়াপারের গল্প বল

পাড়া ঘুমোলো,ঘুমোতে চল।


নীরব পড়ার ঘর

কী হবে চাকুরে বর!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much