পোস্টগুলি

নভেম্বর ৩০, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ফাহমিদা ইয়াসমিন ( ইংল্যান্ড )

ছবি
আমাকে ক্ষমা করে দিয়ো নারী ধর্ষণ কোন প্রেম নয় অত্যাচার  নারীর প্রতি জঘন্য নখের থাবা জানোয়ারের কামনা লালসার সুতীব্র লোভ কামুক কাপুরুষের নির্লজ্জ হাসি। দেশের বুকে শত শত নারীর সম্ভ্রম  হায়েনার থাবায় বিনষ্ট হচ্ছে প্রতিদিন  নারীর আর্তচিৎকারে প্রকম্পিত হচ্ছে আকাশ বাতাসে ছড়িয়ে পড়ছে বিষাক্ত বিলাস। কে যাবে কার কাছে যে নারী ধর্ষিত হলো  যে নারী শরীরে রক্তাক্ত ক্ষত নিয়ে  বিচারের মুখোমুখি দাঁড়ালো  সেই নারীই বিমর্ষ মনে কাঁদতে কাঁদতে  ফিরে আসে নিজের ঘরে। বিচারহীন এই দেশে ঘৃণায় ক্ষোভে  অতঃপর আত্মহত্যা করে  নিজের জীবন বিসর্জন দিয়ে চলে যায় ঘৃণার জগত ছেড়ে। হায় নারী  তোমার বিমর্ষ মুখ আমার বুকে বিদ্ধ করছে অভিশাপের জ্বলন্ত আগুন আমাকে ক্ষমা করে দিয়ো  আমার অক্ষমতায় আমিও দগ্ধ।

অর্কদীপ সরকার

ছবি
প্রিয় তুমি ব্যস্ত থাকতে না চেয়েও ব্যস্ত হয়ে যায়  পেটের ক্ষুধা, রোগদুর্ভোগে টাকা ছাড়া কিছু নাই!!  ইচ্ছে হলেও পারিনা তোমায় অনেক সময় দিতে ভালো রাখতে খুঁজে ফিরি টাকা, গ্রীষ্ম কিংবা শীতে!! অভিমানী জমা তোমার মনে কোথাও আমি অপরাধী বাথরুমে স্নানের মাঝে অনেকখানি কাঁদি!!  এই শহরের রঙিন সন্ধ্যে হয়না আমার দেখা  মোম গলেপড়া মোমবাতিটা আমার মতোই একা!!                                                                                                      ইতি                                          তোমার আমি।                     

মুন চক্রবর্তী

ছবি
গোধূলি রজনীগন্ধার সকাল দেখে ফিরেছ দেখছ শুভ্রমনন কালো চুলে  মুক্তর কারুকার্য ফুল রাশিতে  প্রেমের হাত ধরে হেঁটেছে কত দীর্ঘকাল নিঃশ্বাসে বিমল বাতাস অর্ঘ্য প্রেমিকের তার ছোঁয়া নিয়ে দিনান্তে বিকাল দিয়েছ ভরে গোধূলি হলুদ বর্ণে রাঙ্গিয়া গেছ শতশতাব্দী পূর্ণ তোমার আসা দিনের শেষে সন্ধ্যা মেলায়

লীনা দাস

ছবি
আদিমতা সব সময় শান্ত থাক কি করে বলোতো? রাগের কথাতেও গলা চড়াও না, হ্যাঁ,ঠিকই গলাটা একটু কঠিন হয়ে যায় তোমার, আচ্ছা,বলোতো আমার উপর খুব রাগ না তোমার? কোন সময় কি ইচ্ছে করে তোমার,কথা না বলার? জানি তো,ভালবাস আমায়, চোখ বুজে আমিও বিশ্বাস করি- তোমায়, আর এটাও জানি পৃথিবী রসাতলে চলে গেলেও তুমি যাবে না ছেড়ে আমায়। তোমাকে যে এতো বকি,তোমার রাগ হয় আমার পরে? আহা!তুমি বকোনা বুঝি আমায়? শোধবোধ তবে। সামনের শ্রাবনে তুমি আর আমি হাত ধরাধরি করে ভিজবই--- কথা নিয়ে রাখলাম তোমার কিন্তু, কোনো অজুহাত?শুনব না যেন, অভিমানিনী আমি,সেতো তুমি  জানই, ঘনঘোর বরষার শ্রাবনী রাতে, আমি চাই তোমার ঠোঁটের উষ্ণতা, বুকের নিবিড় ওম আর....আর আদিম মানব মানবী হয়ে যেতে----

ফটিক চৌধুরী

ছবি
বিষম বস্তু সমাপ্তি ঘোষণার আগে অনেকেই চলে যায় আমি যেতে গিয়েও যেতে পারলাম কই ? টানছে আমাকে কেউ টানছে                               টেনে বসিয়ে দিচ্ছে মায়া ? নাকি কোন প্রচ্ছায়া এসে              গাছের নিচে বসিয়ে দিতে চায় ! আমরা ফিরে আসতে চাই কিসের টানে ? শেকড়ের ? রক্তের ? নাকি ভালবাসার ? আসলে ভালবাসাই অটুট রাখে সম্পর্ক। ভালবাসা এমনই এক বিষম বস্তু 

হাসনা হেনা

ছবি
তুমি এসো আমার ঘরে আমার ঘরে চাঁদের আলোয় আলোকিত হয়ে এসো,,,  বৃষ্টির মেঘ হয়ে এসো,, আকাশের নীল হয়ে এসো,,,  সূর্যের কিরন হয়ে এসো,  সবুজের সমারোহ হয়ে এসো,, বাগানের ফুল হয়ে এসো,, সাগরের ঢেউ হয়ে এসো,,  নদীর তীরে কাশফুল হয়ে এসো,, একমুঠো রুদ্র হয়ে এসো,, তুমি  আসলেই ,,চাঁদের আলোয়  আলোকিত হয়ে জ্বোস্নায় ভেসে যাবো,, দক্ষিণের জানালায় দাঁড়িয়ে কিছুক্ষণ হাসনা হেনা এবং  মাধবী লতা ফুলের ঘ্রাণ নেবো,,, নীল অপরাজিতা হেসে উঠবে  আরেকটি কবিতা লিখবো ইতিহাসের এবং  কট্টকময় জীবনের,, তোমাকে নিয়ে  রচনা হবে  শত শত কবিতা,  গল্প ,  স্টাটাস ,  ,, জীবনের শেষ অদ্ভুত  দর্শন হবে,,, গন্ধরাজ ফুলগুলো  তাদের  আশ্চর্য জাদুকরী ঘ্রাণ বিলিয়ে দিবে আমাদের,, বর্ষার অঝোর বৃষ্টিতে ভিজতে ভিজতে দোলন চাপা ফুল গুলো আমাদের দিকে চেয়ে হাসবে,  কাঁদবে,, ভেজা ভেজা রঙন ফুল গুলো লাল রঙে রাঙিয়ে দেবে তোমাকে।

আজাদ রহমান

ছবি
স্বপ্ন চাষাবাদ জানি চলে যাবো,  তবুও স্বপ্ন বুনে যাবো, অন্তহীন আকাশে, উড়ে চলা দূরন্ত ঈগলের ডানায়। সাতরে খুজে নিবো, নিঃসীম নভে,  বাতাসে তরঙ্গ ছুয়ে যাওয়া, পালকের ভাজে ভাজে, অপলক চোখে, শিকারী ক্ষীপ্রতায়  আমার স্বপ্ন হাজার। দিন শেষে সন্ধ্যায়,  আমিও পৌছে যাবো, কোন এক বুড়ো বটের  ডালে, ভালোবাসার ছোট্ট নীড়ে। আঁধার এর বুক ছুয়ে, অবসাদ ক্লান্তি মুছুে নিবো, খুজে নিবো,  আগামীর স্বপ্ন বুননের অন্য আকাশ।

মাকসুদুল আলম

ছবি
বেদনার অসুখ এখনো তো রাত হয়, এখানে দিন আসে, তুমি সব বেদনাও ভুলে যাও, সুখ আষ্টেপৃষ্ঠে। নিজেকে নিয়ে আমার ভাবার সময় কই? তবুও তুমি ভালো থেকো সাথে তোমার সবই,  আমি শুধু মোমবাতির মতোন পুড়ে পুড়ে ক্ষয় হবেই!

অরুণা দত্ত

ছবি
তুমিহীনা ক্যানভাস বে-রঙিন তুমি নেই তাই  আকাশ মেঘাচ্ছন্ন  তুমি নেই তাই  ফুলেরা মুর্ছিত  তুমি নেই তাই দীর্ঘ এ রাত  তুমি নেই তাই  বিবর্ণ রোজ ভোর  তুমি নেই তাই  বেহাল তারের সুর, তুমি নেই তাই বিরাট বনভূমি খরায়  তুমি নেই তাই ক্যানভাস রঙহীন  তুমি নেই তাই চাঁদ পরবাসী   তুমি নেই তাই  বলা হয় না ....-ভালোবাসি

মেহেদি হাসান

ছবি
তোদমার আমার অনুবাদ মেঘের অনুবাদ করলে দাঁড়ায় বৃষ্টি। রমনীর অনুবাদ করলে দাঁড়ায় "মা"। পুরুষের অনুবাদ করলে দাঁড়ায় "বাবা"। মানুষের অনুবাদ করলে দাঁড়ায় "লাশ"। তোমার আমার অনুবাদ বড়ই জঘন্য! তোমার আমার অনুবাদ মানে দূরত্ব, তোমার আমার অনুবাদ মানে অন্ধকার অরণ্য। যেখানে তুমি আমি নিখোঁজ! তবু রোজ তোমাকে এক নৌকা মেঘ পাঠাতে ইচ্ছা করে, মেঘ নিংড়িয়ে যে বৃষ্টি পাবে, সেই বৃষ্টিতে একবার ভিজে নিয়ো একাএকা। বৃষ্টিতে ভিজলে তোমাকে দারুন লাগে বর্ষা।