৩০ নভেম্বর ২০২০

মাকসুদুল আলম



বেদনার অসুখ

এখনো তো রাত হয়, এখানে দিন আসে,

তুমি সব বেদনাও ভুলে যাও, সুখ আষ্টেপৃষ্ঠে।

নিজেকে নিয়ে আমার ভাবার সময় কই?

তবুও তুমি ভালো থেকো সাথে তোমার সবই, 

আমি শুধু মোমবাতির মতোন পুড়ে পুড়ে ক্ষয় হবেই!

1 টি মন্তব্য:

  1. অনেক অনেক ধন্যবাদ স্বপ্নসিড়ির সম্পাদক কে আমাকে সুযোগ দেবার জন্যে...!!!

    উত্তরমুছুন

thank you so much