মোবাইলে টাইম পাশ, সম্বৃদ্ধ উল্লাস সাহিত্য হাসি ঠাট্টা খুনসুটি বিন্দাস পড়তে হবে নইলে মিস করতেই হবে। মোবাইল +91 9531601335 (হোয়াটসঅ্যাপ) email : d.sarkar.wt@gmail.com
বেদনার অসুখ
এখনো তো রাত হয়, এখানে দিন আসে,
তুমি সব বেদনাও ভুলে যাও, সুখ আষ্টেপৃষ্ঠে।
নিজেকে নিয়ে আমার ভাবার সময় কই?
তবুও তুমি ভালো থেকো সাথে তোমার সবই,
আমি শুধু মোমবাতির মতোন পুড়ে পুড়ে ক্ষয় হবেই!
অনেক অনেক ধন্যবাদ স্বপ্নসিড়ির সম্পাদক কে আমাকে সুযোগ দেবার জন্যে...!!!
thank you so much
অনেক অনেক ধন্যবাদ স্বপ্নসিড়ির সম্পাদক কে আমাকে সুযোগ দেবার জন্যে...!!!
উত্তরমুছুন