মেঘের অনুবাদ করলে দাঁড়ায় বৃষ্টি।
রমনীর অনুবাদ করলে দাঁড়ায় "মা"।
পুরুষের অনুবাদ করলে দাঁড়ায় "বাবা"।
মানুষের অনুবাদ করলে দাঁড়ায় "লাশ"।
তোমার আমার অনুবাদ বড়ই জঘন্য!
তোমার আমার অনুবাদ মানে দূরত্ব,
তোমার আমার অনুবাদ মানে অন্ধকার অরণ্য।
যেখানে তুমি আমি নিখোঁজ!
তবু রোজ তোমাকে এক নৌকা মেঘ পাঠাতে ইচ্ছা করে,
মেঘ নিংড়িয়ে যে বৃষ্টি পাবে,
সেই বৃষ্টিতে একবার ভিজে নিয়ো একাএকা।
বৃষ্টিতে ভিজলে তোমাকে দারুন লাগে বর্ষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much