২৯ নভেম্বর ২০২০

সানি সরকার




তোমার চোখ  


যেখানে আগুন ও জল 

যেখানে হরিণের নিরীহ চলন

তোমার চোখ, সেখানেই

পাথরে পাথর ঘষে, আর 

প্রেমিক থেকে বাঘিনী হয়ে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much