২৯ নভেম্বর ২০২০

রঞ্জনা ভট্টাচার্য



 ত্রিধারা

ছিন্নমস্তার কাছে রক্তের পিপাসার কথা বলেছি, 

নিজেকে ছিন্ন করে বসিয়েছি কেদারায়, পেয়ালা 

পিরিচে ত্রিধারা, জাগ্রত ইনফার্নো কে শুনিয়েছি

উর্বরতার কথা, এখনও পেঁচিয়ে থাকা ঠাণ্ডা যন্ত্রণা

নিজেকে পান করে উষ্ণ হতে বলে, উষ্ণতা ছাড়া

কাম ও রতি শস্যদানা ছড়াবে না, তোমার খামার বাড়িতে

ওম রেখে এসেছি, রেখে এসেছি বীজ ভর্তি মাটির কলসি, 

 

আমার মস্তিষ্কের জায়মান কোষে ভরে দিও

মাটির ঘ্রাণ, সমস্ত রক্ত মাটি হয়ে যাক, আমার

চূর্ণ হাড় চূর্ণী নদী, তুমি কিছু বাতাস ভরে রেখো

খড়ের গাদায়, যিশু এসে কখনো যদি শুতে চান

জন্ম নেবার অছিলায়! 

এবার তাঁর শরীরে পেরেক পোঁতার আগেই আমি

ছিন্ন মস্তা হবো, তোমরা দেখে নিও-

1 টি মন্তব্য:

thank you so much