আসো ফিরে আবার
এখনো মাঝ রাতে ঘুম ভাঙে
তোমার শিহরনের ছত্রছায়ায়,
এখনো হাছনাহেনা সুবাস ছড়ায়
তোমাকে বিমোহিত করার আশায়,
এখনো চাঁদ তাঁরা লুকোচুরি
করে তোমার রূপের ভয়ে !
এখনো জোনাকিরা জ্বলে নেভে
তোমার রূপ আলো ধার নেবে বলে !
এখনো ঝিঁঝিঁ পোকা ডাকে থেমে থেমে
তোমাকে গান শোনাবে বলে ।
এখনো আকাশে ধুমকেতু ছুটে চলে
তোমাকে চমকে দেবে বলে !
এখনো পুর্ণিমা রাত জোৎস্না ছড়ায়
তুমি আমি জোৎস্না স্নাত হবো বলে ।
এখনো আকাশে মেঘ জমে
বৃষ্টি ঝরবে বলে অবিরাম ধারায়,
দুজনে ভিজবো বলে পরম মমতায়;
এখনো আকাশে বিদ্যুৎ চমকায় !!
ভয়ে তুমি আমাকে জড়িয়ে ধরবে বলে ;
এখনো চেয়ে থাকি তোমার আগমনের আশায়!
এমনি করে আবার ভাসবো মোরা ভালোবাসায়।
আসোনা আবার তুমি যেকোন বাহানায়?
শ্রাবণের এই হরদম বর্ষনমুখর সন্ধ্যায়?
আসো না সপ্তর্ষীর পরিপূর্ণ চাঁদ হয়ে
আমার হৃদয়ে বিকিরণ ছড়াবে বলে,
শবের তনুবল্লরী হয়ে সারসের কপটতায়!
যদি আসো তুমি বিষাদে হরিষ নামবে!
সজল চোখের গন্ড দিয়ে অশ্রু হয়ে।
পাঁজরের ভিতর বইবে বসন্তের বারতার পেলবতা !
আসো তুমি আবার নতুন রূপে চুষে নিতে ?
হৃদয়ের যত ভালোবাসার রঙিন স্বাদ পেতে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much