প্রতিজ্ঞাপত্র
কথা দিচ্ছি-
তোমাকে কোন গন্ধম খেতে দেবো না
আমাকে প্রকম্পিত করতে বলবো না
তোমার প্রণয়ের বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে
আমাকে সম্মোহিত করতেও বলবো না।
আরেকবার এসো প্রিয়
আমরা আবার আদিম সেই প্রাণী হয়ে যাবো
আমরা কেবল জলের,বাতাসের গান শুনে যাবো
আমরা প্রকৃতি হয়ে যাবো।
বিগত পাপ মোচন করে
আমাদের অভিশপ্ত সন্তানদের জীবন
পরিশুদ্ধ করবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much