কবিতার ফসল
চাঁদের আলোর উদ্ভাসে
ঠিকরে পড়ে সৃজনের পলি।
আমিতো কৃষক পুত্র
লাঙলের তীক্ষ্ণতায় কাদাভূমি চষে চষে তুলে আনি
কবিতার ফসল।
কবির মত শব্দের শরীরে লিখি আগ্নেয়াস্ত্র।
বউ হেঁটে যাই
দুধরঙ ধরে ধানফুলে
বউয়ের নরম হাতে বাজে কাকনের মহিমা।
এ সুখের দ্বিঘাত সাম্যতায়
সুখবীজ সমাধান মন্ত্রে আসে ওম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much