১৮ জুলাই ২০২১

কাউসার আলী, ( সিডনি অষ্ট্রেলিয়া )




শূন্য বৃত্ত


কনিষ্ঠা আঙুলে আঙুল গুজে

প্রথম শরীরী অনুভব উত্তাপ,

নব্য যৌবনের চাঁদ খোঁজে

উন্মুক্ত বাঁধাহীন ভালোবাসার উচ্ছ্বাস।


নগ্ন স্বপ্নের রংমহল ধূলিসাৎ

অতনু ফিরে যায় হানিয়া ফুলাবাদ,

আঁড় চাহনীর ইশারায় প্রেমের চাষাবাদ

চোঁখ মারামারিতে সম্পর্কের বাজিমাত।


অলস দুপুরে লাজুক চুমোর ছুড়াছুড়ি

অনভিজ্ঞ আধো আধো অক্ষরে,

                       প্রেমপত্র চালাচালি!

রোমান্টিক দু‘লাইন গেয়ে গান

প্রেমের তানপুরায় অন্তরাত্না টান।


দুরন্তপনার ভালোবাসার রেস আজ

জমাট বাঁধা আটলান্টিকের বরফ!


ফেলে আসা ভুলের স্তুপে চাঁপাপড়া

ঘুমন্ত অনুভূতির চিহ্ন ধরে ধরে

আজও তোমার সীমান্ত খুঁজি,

এখন আমার সীমানার পরিসীমা

বলতে অপূর্ণ শূন্যতাকেই বুঝি।

মাসুদ রানা




 তুমিত আমাকে নিলেনা 

 


ভালো থাক প্রেম

দহনের জ্বালা নিয়ে সিঁদুরের মতো 

জ্বলে জ্বলে এই পোড়া কপালে আমার 

ভালো থাক বেদনা হৃদয়ের বন্দরে 

বেড়ে উঠো দুধে ভাতে নদীর মতোন 

পল্লবিত হও শুধু যন্ত্রণা 

নিঃশ্বাসে-প্রশ্বাসে আমার সারাটা জীবন। 


দুঃখের সাথে বারো মাস  বসে থাকি 

সোনার পালঙ্কে আমি 

ভাবি কোথা তুমি তরুণ যুবক 

নিয়তি নিলনা তুলে 

তরঙ্গে মাতাল ছোটে তরণী তোমার 

কোথা যাবে কোন দূরে 

মলিন মলাট খুলে পার হও গোধূলি দিগন্ত বেলা

আমাকে নিলেনা। 


বিষের বসন খুলে দর্পণের যুবতীরে 

কারে করি অর্পন 

কিশোর 

শিশুর মতো চেয়ে থাকি 

তোমার জীবনের দিকে 

তোমার চলে যাওয়ার দিকে 

আমাকে নিলেনা। 


অভিলাষী মন আমার, বিলাসি হতে চায় 

তবু

সুখ কেবলি আমার কাছে 

সন্ন্যাসী সবুজ মাঠ শেষে 

মরীচিকা রোদে মিশে 

ভুলে থাকা জীবনের অমর আখ্যান 

স্বপ্ন কেবল সাধু সুদূর অতীতে পরাহত 


পতিত জমির মতো উষর পাষাণ আমি 

কেউ চষে ফেলেনি যাকে 

খোঁপার ফুল খুলে পাগল পথিক হই

কই

তুমিত নিলেনা আমাকে।