দেবব্রত সরকার
বিজয়াটা শুধু শুরু হোক প্রতিদিন
প্রতিদিন দুর্গা ফিরে যাক শিবভূমে
কষ্টগুলোকে দিয়েছি বিসর্জনই
ধুনুচি উঠুক মনের কলিজা পুড়ে
মিথ্যে আমার কবর খুঁড়েছে রোজ
শ্মশানে চিতার কাঠের অভাব খুব
ভুল যারা বোঝে নিয়ে থাকে বুকে বোঝ
তাদের জন্যই বিজয়া হয়েছে চুপ
দূরে থেকে একা তুমিও কেঁদোনা মেয়ে
বিজয়া এনেছে বিজ্ঞাপণের মার্ক
ব্যথার পাহাড়ে বিশ্বাস বলি দিয়ে
যে আমার কাছে হয়ে ওঠে বিষ-সার্ক
তাকে তো আমিই প্রিয় জন ভাবি বলে
এতোটা আঘাত এনে দিলো বুকে ঝড়
প্রিয়জনেরাই এই ভাবে যায় চলে
বিশ্বাস তুমি হইওনাকো আর পর
আমিও তোমার অপেক্ষাতে রোজ
বসে আছি নিয়ে বুকে কতো ক্ষতরেখা
নিশ্চয় তুমিও মনেতে রেখেছো খোঁজ
তোমাকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা