দু 'মুঠো' স্বপ্ন
দু'হাতে দু 'মুঠো স্বপ্ন আছে
দু 'মুঠো স্বপ্ন ছুঁতে যাছে,
দু 'মুঠো ইচ্ছে ও আছে
দু মুঠোর আশে তা বাঁচে।
দু 'মুঠোর ইচ্ছে ঐ একটাই
দু 'মুঠো হাতে দু'মুঠো চাই,
দু' মুঠো ছাড়া চাওয়া নাই
দু'মুঠো যেন দু'মুঠোয় পাই।
মোবাইলে টাইম পাশ, সম্বৃদ্ধ উল্লাস সাহিত্য হাসি ঠাট্টা খুনসুটি বিন্দাস পড়তে হবে নইলে মিস করতেই হবে। মোবাইল +91 9531601335 (হোয়াটসঅ্যাপ) email : d.sarkar.wt@gmail.com
দু 'মুঠো' স্বপ্ন
দু'হাতে দু 'মুঠো স্বপ্ন আছে
দু 'মুঠো স্বপ্ন ছুঁতে যাছে,
দু 'মুঠো ইচ্ছে ও আছে
দু মুঠোর আশে তা বাঁচে।
দু 'মুঠোর ইচ্ছে ঐ একটাই
দু 'মুঠো হাতে দু'মুঠো চাই,
দু' মুঠো ছাড়া চাওয়া নাই
দু'মুঠো যেন দু'মুঠোয় পাই।
জলকণা