১৬ আগস্ট ২০২১

দেলোয়ার হোসেন সজীব 

 











দু 'মুঠো' স্বপ্ন 


 দু'হাতে দু 'মুঠো স্বপ্ন আছে 

দু 'মুঠো স্বপ্ন ছুঁতে যাছে, 

দু 'মুঠো ইচ্ছে ও আছে 

দু মুঠোর আশে তা বাঁচে। 


 দু 'মুঠোর ইচ্ছে ঐ একটাই 

দু 'মুঠো হাতে দু'মুঠো চাই, 

দু' মুঠো ছাড়া চাওয়া নাই 

দু'মুঠো যেন দু'মুঠোয় পাই।

মোঃ হা‌বিবুর রহমান 

 


জলকণা 



 হঠাৎ আমার এক শব্দগর্জনে তু‌মি একদম হা‌রিয়ে গে‌লে, 
সেই থে‌কে শুরু হ‌লো যেন যোজন ‌যোজন দূরুত্ব দুজ‌নের মা‌ঝে। আ‌গের মত তোমার স‌নে মোর আর হয় না কথন কার‌ণে বা অকার‌ণে, 
দু‌টি হৃদয় শু‌কি‌য়ে হ‌য়ে‌ছে চৌ‌চির, চিড় ধ‌রেছে আমাদের সম্প‌র্কের। 
মা‌ঝে মা‌ঝে ম‌ন ব‌লে এই বু‌ঝি দেখা হ‌য়ে গে‌লো চলার প‌থে,
এমন‌টি হ‌লে মো‌টেই মন্দ হ‌বে না ভে‌বে তাই খুব ভালই লা‌গে।
ত‌বে দেখার প‌রের দৃশ‌্যপট কল্পনায় আ‌সে না কেমন তা হ‌তে পা‌রে, 
হয়তবা দেখা হ‌লে দুজনই হ‌বো মূহ‌্যমান জমা ক্ষোভে আর অভিমানে। 
অব‌শে‌ষে দুজ‌নের একজ‌নে হয়তবা কোমল হৃদ‌য়ে বল‌বো- 
অ‌নেক দিন‌তো গত হ'ল-এবার মান অ‌ভিমা‌নের পালা ছাড়ো। 
দু‌টি হৃদ‌য়ে এত‌দিন জ‌মে থাকা অ‌ভিমা‌নের অনল ছিল অ‌নেকটা 
পর্বত সম, 
অব‌শে‌ষে‌ দুজ‌নের দেখা হ‌য়ে অঙ্গারটি রূপ নি‌লো যেন জ‌লকণার মত ।

ফারজানা আফরোজ জ্যোতি

 




আজকের কবি ফারজানা আফরোজ জ্যোতি স্বরচিত কবিতা পাঠে