১৬ আগস্ট ২০২১

দেলোয়ার হোসেন সজীব 

 











দু 'মুঠো' স্বপ্ন 


 দু'হাতে দু 'মুঠো স্বপ্ন আছে 

দু 'মুঠো স্বপ্ন ছুঁতে যাছে, 

দু 'মুঠো ইচ্ছে ও আছে 

দু মুঠোর আশে তা বাঁচে। 


 দু 'মুঠোর ইচ্ছে ঐ একটাই 

দু 'মুঠো হাতে দু'মুঠো চাই, 

দু' মুঠো ছাড়া চাওয়া নাই 

দু'মুঠো যেন দু'মুঠোয় পাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much