পোস্টগুলি

জুলাই ২০, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মমতা রায়চৌধুরী এর ধারাবাহিক উপন্যাস উপন্যাস টানাপোড়েন ১৮৯

ছবি
উপন্যাস  টানাপোড়েন ১৮৯ কখন যে কি হয় মমতা রায়চৌধুরী ফিরতে ফিরতে রাত নটা হলো। স্টেশনে এসে রেখা মনে মনে ভাবছে মনোজ একবারও তো আজকে ফোন করল না যদিও ওই সময়টা ফোনটা অফ রেখেছিল। ও কি এসেছে বাড়িতে? এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে। ও বাবা এদিকে বিদ্যুৎও চমকাচ্ছে। ভারী বৃষ্টি হবে মনে হচ্ছে ।তাড়াতাড়ি পা চালালো। "টোটো টোটো অ্যাই টোটো। "কি ব্যাপার আজকে একটা চেনা টোটো দেখতে পাচ্ছি না ।তখনো যাবার সময় অচেনা টোটো। টোটোওয়ালা কাছে এগিয়ে এসে বলল" হ্যাঁ দিদি ,বলুন।" বলছি "বি ব্লক যাবে?" "না দিদি।' এদিকে বৃষ্টি ভালই পড়তে শুরু করেছে । রেখা কি করবে ছাতাও তো আনে নি । এদিকে লোকজনের সমাগমও কম। মনোজকে ফোন করবে? করেই বা কি করব বৃষ্টিতে ভিজে ভিজে আবার ও আসবে?' আবার একটা টোটো দেখতে পেল।" এই টোটো যাবে?" "কোথায়?" "বি-ব্লক যাব।" "না দিদি।' "কেনো যাবেন না কেন?" "ওদিকে অবরোধ চলছে।" রেখা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল "অবরোধ !কিসের?" টোটোওয়ালা কোন কথা না বলেই বেরিয়ে গেল। ভারী চিন্তার কারণ হয়ে দাঁ

কবি মিতা নূর এর কবিতা "খুব ভালোবাসি' কালো টিপ "

ছবি
খুব ভালোবাসি' কালো টিপ    মিতা নূর    চোখের সমুদ্র নোনাজলের ভাসাস্বরে বলি, শত'শত  ব্যাথার ঢেউ বুকের ভেতর  বয়ে গেলেও,  আমি-সারাজীবনই তোমার পাশেই আছি" সমুদ্রের গাঙচিল হয়ে। ডানা ভাঙা পাখির মতো ছটফট করে মরি!  তবু চাই দূর থেকেই আকড়ে ধরে রাখতে,  তুমি জানো.? আমার এই ছোট্ট বুকের চিলেকোঠায়,  তোমাকে অনুভব করতেই,  তোমার নিঃশ্বাসে শিউরে ওঠে আমার শরীর। তোমার ঠোঁটের শব্দ ছোঁয়া পাগল করে দেয় আমাকে।  তুমি চলে গেছো যতটা  চোখের সীমানার বাহিরে,  ঠিক ততটা মনের গভীরে  আছো! দূরে গিয়েও কতটা কাছে মিশে আছো এখনো।  তুমি শুধু আমার রাগ টাই দেখতে পেলে, ভালোবাসা নয়!   তুমি বুঝতে পারো?   এই রাগের দৃষ্টিতে ছিল তোমাকে হারিয়ে ফেলার ভয়! তুমি কখনো বুঝোনি,  হয়তো বুঝেও না বুঝার ভান করে ছিলে।  তুমিই আমার খুব কাছের, খুব'আপন একজন" তোমার কাছে বেশি কিছু চাইনি তো...!  যেটুকু পেলে  একটু স্বস্তি ফিরে পাওয়া যায়,  সেটুকুই আমি চেয়ে ছিলাম,  যেটুকু পেলে হাতের আঙুলের শূন্যস্থান পুরন করা যায়।  সেটুকুই আমি চেয়েছি...! আমার শুকনো মরুর মাঝে, বর্ষার প্রথম জলের মতন তুমি ছিলে।  আমি তোমাকেই চেয়ে ছিলাম-চাই, দৃষ্টিহীন এই আমি, ত

কবি দুর্গাদাস মিদ্যা এর কবিতা "তবুও"

ছবি
তবুও দুর্গাদাস মিদ্যা গভীর এক সত্যতায় জীবন ছুটে যায় দিন থেকে দিনান্তের  প্রান্তসীমায়।  ছায়াছবির মতো কত মানুষের আনাগোনা।  কেউ অচেনা থেকে যায় কেউ চেনা হয়ে থাকে বন্ধুর মতন।  ক্রমন্বয়ে কত ছায়া কত রোদ ঘুরপাক খায়, কখনো সখনো বিধ্বংসী ঝড়ে তছনছ হয়ে যায় সব  তবুও জায়মান থাকে জীবন- উৎসব। 

বাবুল চৌধুরী এর কবিতা "অকস্মাৎ !"

ছবি
অকস্মাৎ ! বাবুল চৌধুরী তেমার জন্ম হঠাৎ সুখের দৈবক্রমে  আমার জন্ম অপ্রয়োজনে অকস্মাৎ। ঘুনেধরা সময়ের খোলস জীবনে দৈবাৎ বেঁচে থাকার উপলব্ধ আপোষ। রোজনামচার হালখাতায় প্রক্ষেপিত সংযোজন, আমরণ বেঁচে থাকবার নতুন নুতন ক্ষোভ আক্ষেপ। দীপ্যমান স্বল্পায়ু সুখের উচ্ছাসে  পালাক্রমে সুখ আসে দুঃখের বিমূর্ত অবকাশে, ঘুচে যায় আনন্দ আবেশ। স্মৃতিরা উদ্বেলিত বিস্মৃতির দেয়াল ঘেঁষে, মূর্ছণার তার ছেড়ে তেল নুনের  পরবাস্তব প্রয়োজনে।  অফুরান আকাঙ্ক্ষারা হেরে যায়  মহাকৃপণ সময়ের সল্পতার দানে। যা পেয়েছি মহাকালের উচ্ছিষ্ট সময়ের সামান্য নিমেষ, সহসাই উবে যায় সীমাহীন শূন্যতায়। দিশাহীন মোহাবৃত লোভাতুর ইচ্ছেরা  অকারণ অহমিকার প্রগল্ভতায় পুড়ে যায়  যেন উনুনের ছাই। নিজকে বিলিয়ে দিয়ে  না পাবার মিথ্যা ক্ষেদে হুতাসিত প্রাণ  হতাসাবৃত উঁইপোকার ঢিবি যেমন। সবই গেল বিফলে অকারণে  না থাকে তার কোনো অবশেষ, আচমকাই জ্বলেছিল যে আলো  তবুও কাটেনি সেই আঁধারের নুন্যতম রেশ.... কালের ঢেউয়ে মিশে পিচাশ সময় গুলো আলোয়ার পিছে ছুটে চলে, অকালে কর্পূরমিশ্রিত সময় ফুরিয়ে যায়, দৈবাৎ কখনো এসে নির্মম সত্যের হেমলক করে পান। সব কিছু ছেড়ে ছুড়ে সব কিছু ফেলে দিয়ে  অক

কবি ফারজানা পরী  এর কবিতা "নিজেকে পেরিয়ে

ছবি
নিজেকে পেরিয়ে     ফারজানা পরী  চোখ ভাঙা ঘুমে তোমার মুখ আঁকছি রোজ  তুমি এসে দরজায় দাঁড়ালে হয় কবিতার ভোর অথচ স্বপ্ন ভেঙে গেলে বুঝি তুমি কতটা নিখোঁজ।  তবুও ক্লান্ত মনে প্রেমের প্রদীপ পুড়ি নিঝুম নিশিথে অবগাহন করি ব্যথার সমুদ্রে...  আরও মুগ্ধ হই নিজেকে পেরিয়ে দেখি তোমার নীল চোখের মায়া আমার লজ্জার আবরণ খুলছে জলন্ত ঠোঁটের নোনা চুম্বনে।  আমি দ্বিধা সংকোচ ভুলে গিয়ে গলতে গলতে বিলীন হই তোমার ভিতরে।

কবি জাবেদ আহমেদ এর কবিতা "পাগল না"

ছবি
পাগল না জাবেদ আহমেদ  জানি দুশমন জামানা,  তবুও তোমাকে যাবেনা ভুলা, তুমিহীন জীবন কি বুঝিনা গো,  ভাগ্য গুণে মিলেছিলে হারিয়ে ও ভুলিনি গো, যখনতখন সাথে গো অনুভূতি তোমার, মন পাগল আমার মান্নত তুমি আমার আমার খোদার কাছে, শ্বাস আমার জীবন গো আমার জিহাদ কসম তুমি গো পাগল মন, নিঃস্ব হবো লুন্ঠিত হবো সর্বহারা খুঁজে তোমায়।