২০ জুলাই ২০২২

বাবুল চৌধুরী এর কবিতা "অকস্মাৎ !"





অকস্মাৎ !

বাবুল চৌধুরী


তেমার জন্ম হঠাৎ সুখের দৈবক্রমে 
আমার জন্ম অপ্রয়োজনে অকস্মাৎ।

ঘুনেধরা সময়ের খোলস জীবনে
দৈবাৎ বেঁচে থাকার উপলব্ধ আপোষ।
রোজনামচার হালখাতায় প্রক্ষেপিত সংযোজন,
আমরণ বেঁচে থাকবার
নতুন নুতন ক্ষোভ আক্ষেপ।

দীপ্যমান স্বল্পায়ু সুখের উচ্ছাসে 
পালাক্রমে সুখ আসে দুঃখের বিমূর্ত অবকাশে, ঘুচে যায় আনন্দ আবেশ।
স্মৃতিরা উদ্বেলিত বিস্মৃতির দেয়াল ঘেঁষে,
মূর্ছণার তার ছেড়ে তেল নুনের 
পরবাস্তব প্রয়োজনে। 

অফুরান আকাঙ্ক্ষারা হেরে যায় 
মহাকৃপণ সময়ের সল্পতার দানে।
যা পেয়েছি মহাকালের উচ্ছিষ্ট সময়ের সামান্য নিমেষ,
সহসাই উবে যায় সীমাহীন শূন্যতায়।

দিশাহীন মোহাবৃত লোভাতুর ইচ্ছেরা 
অকারণ অহমিকার প্রগল্ভতায় পুড়ে যায় 
যেন উনুনের ছাই।
নিজকে বিলিয়ে দিয়ে 
না পাবার মিথ্যা ক্ষেদে হুতাসিত প্রাণ 
হতাসাবৃত উঁইপোকার ঢিবি যেমন।

সবই গেল বিফলে অকারণে 
না থাকে তার কোনো অবশেষ,
আচমকাই জ্বলেছিল যে আলো 
তবুও কাটেনি সেই আঁধারের নুন্যতম রেশ....
কালের ঢেউয়ে মিশে পিচাশ সময় গুলো
আলোয়ার পিছে ছুটে চলে,
অকালে কর্পূরমিশ্রিত সময় ফুরিয়ে যায়,
দৈবাৎ কখনো এসে নির্মম সত্যের হেমলক করে পান।
সব কিছু ছেড়ে ছুড়ে
সব কিছু ফেলে দিয়ে 
অকস্মাৎ চলে যাওয়া......।

         ........অধোমক্তি ।
         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much