নিজেকে পেরিয়ে
ফারজানা পরী
চোখ ভাঙা ঘুমে তোমার মুখ আঁকছি রোজ
তুমি এসে দরজায় দাঁড়ালে হয় কবিতার ভোর
অথচ স্বপ্ন ভেঙে গেলে বুঝি তুমি কতটা নিখোঁজ।
তবুও ক্লান্ত মনে প্রেমের প্রদীপ পুড়ি নিঝুম নিশিথে
অবগাহন করি ব্যথার সমুদ্রে...
আরও মুগ্ধ হই নিজেকে পেরিয়ে
দেখি তোমার নীল চোখের মায়া আমার লজ্জার আবরণ খুলছে জলন্ত ঠোঁটের নোনা চুম্বনে।
আমি দ্বিধা সংকোচ ভুলে গিয়ে গলতে গলতে বিলীন হই তোমার ভিতরে।
অসম্ভব ভালো প্রেমের কবিতা ।
উত্তরমুছুন