খুব ভালোবাসি' কালো টিপ
মিতা নূর
চোখের সমুদ্র নোনাজলের ভাসাস্বরে বলি,
শত'শত ব্যাথার ঢেউ বুকের ভেতর বয়ে গেলেও,
আমি-সারাজীবনই তোমার পাশেই আছি"
সমুদ্রের গাঙচিল হয়ে।
ডানা ভাঙা পাখির মতো ছটফট করে মরি!
তবু চাই দূর থেকেই আকড়ে ধরে রাখতে, তুমি জানো.?
আমার এই ছোট্ট বুকের চিলেকোঠায়,
তোমাকে অনুভব করতেই,
তোমার নিঃশ্বাসে শিউরে ওঠে আমার শরীর।
তোমার ঠোঁটের শব্দ ছোঁয়া পাগল করে দেয় আমাকে।
তুমি চলে গেছো যতটা চোখের সীমানার বাহিরে,
ঠিক ততটা মনের গভীরে আছো!
দূরে গিয়েও কতটা কাছে মিশে আছো এখনো।
তুমি শুধু আমার রাগ টাই দেখতে পেলে,
ভালোবাসা নয়!
তুমি বুঝতে পারো?
এই রাগের দৃষ্টিতে ছিল তোমাকে হারিয়ে ফেলার ভয়!
তুমি কখনো বুঝোনি, হয়তো বুঝেও না বুঝার ভান করে ছিলে।
তুমিই আমার খুব কাছের, খুব'আপন একজন"
তোমার কাছে বেশি কিছু চাইনি তো...!
যেটুকু পেলে একটু স্বস্তি ফিরে পাওয়া যায়,
সেটুকুই আমি চেয়ে ছিলাম,
যেটুকু পেলে হাতের আঙুলের শূন্যস্থান পুরন করা যায়।
সেটুকুই আমি চেয়েছি...!
আমার শুকনো মরুর মাঝে, বর্ষার প্রথম জলের মতন তুমি ছিলে।
আমি তোমাকেই চেয়ে ছিলাম-চাই,
দৃষ্টিহীন এই আমি, তোমার চোখেই আমার পৃথিবী দেখতে চেয়ে ছিলাম।
তুমি জানো না.?
আজ তোমার এই দূরত্ব, আমাকে তোমার আরো খুব কাছে টেনে নিয়েছি।
আমি আজন্মকাল আছি অপেক্ষায়, তোমার মনের চৌকাঠে,
হোকনা বুকের ভেতর পাহাড় কষ্ট...!
তবু মনের ভিতরে অভিমানের মেঘ,আর- মুখে একগাল হাসি নিয়ে বলবো'
ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি কালো টিপ।
হুমম,এটাই সত্যি !!
Excellent Expressions.
উত্তরমুছুন