তবুও
দুর্গাদাস মিদ্যা
গভীর এক সত্যতায় জীবন ছুটে যায়
দিন থেকে দিনান্তের প্রান্তসীমায়।
ছায়াছবির মতো কত মানুষের আনাগোনা।
কেউ অচেনা থেকে যায় কেউ চেনা হয়ে থাকে বন্ধুর মতন।
ক্রমন্বয়ে কত ছায়া কত রোদ
ঘুরপাক খায়, কখনো সখনো
বিধ্বংসী ঝড়ে তছনছ হয়ে যায় সব
তবুও জায়মান থাকে জীবন- উৎসব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much