কেমন আছো
কেমন আছো? ভালোই আছি
বলছি বটে সত্যি টা কি?
কেমন আছো ভালোই আছি
খেয়ে পরে বেঁচে আছি
ফেলে এসেছি অনেক বছর
সেগুলোর নেই এখন কদর.
স্মৃতি গুলো ঘুরে বেড়ায়
বুকের ভেতর কষ্ট বাড়ায়
ভালোই ছিলাম সেসব দিনে
এখন চলি গুনে গুনে.
বারণ ছিলো শাসন ছিলো
ছোট্ট বেলার দিন গুলিতে
তখন শুধু ভাবতাম মনে
বড় হবো কবে কে জানে.
এখন অনেক বড় হয়েছি
নিজের ভালো নিজেই বুঝি
কেউ করে না শ্বাসন এখন
তবুও খুজি ফেলে আসা দিন.
কেমন আছো ভালোই আছি
অনেক মানুষ হারিয়েছি
আপন অনেক চলে গেছে
তবুও বলি ভালো আছি.
চিঠি লিখতাম পোষ্ট কার্ড এ
প্রণাম করতাম গুরু জনে
পড়ার পরে খেলে বেড়াতাম
কত ছিল বন্ধু সনে.
মাথা নোয়াবার কেউ নেই আজ
বুকটা আছে থাকবে কে
আপন মানুষ হারিয়ে গেছে
এটাই এখন জীবন যে.
তবুও বলি ভালো আছি
দু মুখো এক চাবি নিয়ে
সুধায় যখন কেমন আছো
একটা কথা বলি যে?
ভালোই আছি ভালোই আছি
একটা চাবির দুটো মুখ
বুঁকের চাপা কষ্ট ঢেকে
বলি শুধু হাসি মুখে
ভালোই আছি বেঁচে আছি
সবার সুখে আমার সুখ.