পোস্টগুলি

আগস্ট ১২, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি কাব্য রাসেল এর কবিতা "সেই এলোকেশ! ""

ছবি
সেই এলোকেশ!  কাব্য রাসেল  তুমি হেঁটে যাও ফুটপাত মাড়িয়ে আমার দুরন্ত দৃষ্টি  চেয়ে থাকে রবীন্দ্রনাথের মতো। আর নজরুলের মতো আমার বিক্ষোভ ও প্রতিবাদের উচ্চারণগুলো তোমার এলোকেশী গন্ধের মাদকতায় আরও বেশি স্বতঃস্ফূর্ত  হয়ে ওঠে।  আমার কন্ঠ আরও ঝাঁঝালো, আরও বিমূর্ত হয়ে ওঠে স্লোগান। তোমার এলোকেশী বৈশাখী ঝড়ের মতো আমার সমস্ত ক্লান্তি দূর করে আমাকে শীতল আরও শীতল করে দেয়।  আমার চারপাশে সঙ্গতিপূর্ণ সমস্ত অসঙ্গতিই   আমাকে শৃঙ্খলিত করে রাখে,আর শৃঙ্খল ভেঙে ভেঙে আমিও এক ঐন্দ্রজালিক অলৌকিক অদৃশ্য মোহনীয়তায় বেরিয়ে আসি তোমার এলোকেশী দীর্ঘ কালো চুলের অসামান্য অরণ্যে।

কবি শাকিল সারোয়ার এর কবিতা "ক্রশবিদ্ধ একটি সময়"

ছবি
ক্রশবিদ্ধ একটি সময়   শাকিল সারোয়ার   তোমাকে ছুঁলেই বিবর্তনের জল  গড়িয়ে গড়িয়ে বরফ-বাস্প  বিশ্বাসের দর্পণে সমর্পণের প্রতিবিম্ব  একটি সময় ক্রুশবিদ্ধ চোখে ...  স্মরণে মরণে পূর্ণাভা রাত্রীর আলো তোমাকে ছুঁলেই আবর্তনে ষোলকলা  নির্জলা ছুঁই ছুঁই তৃষ্ণা,  দাহ  দাউ দাউ  দগ্ধ দরিয়া...

কবি নীলা রহমান এর কবিতা "শান্তি বালা"

ছবি
শান্তি বালা নীলা রহমান বলতে পারো শান্তি বালা, তুমি আজ কেমন আছো? মেঘ ছিঁড়ে একরাশ বিদুৎ খড় কুটো শুষ্ক ঘরে  মাটির  পাঁচিলে পড়ে সব দগ্ধিত ছেঁড়া খেতা।  বৃষ্টি হয়নি সেদিন। সাত কোটি জনতার স্তব্ধ নয়নে অস্থির ভাষায় স্পষ্ট ছিলো  স্বাধীনতার তৃপ্ত স্বাদ। বলতে পারো শান্তি বালা, তুমি আজ কেমন আছো? দগ্ধ ভিটে মাটির অন্তরে দাঁড়িয়ে দূর নীলিমায় লাল সবুজ পাখির হলুদ ঠোঁটে শুভ্র শিসে শুনতে পেরেছো বিজয় ইমন সুর। ঐ দেখো ভৈরবী সুরে পুষ্পিত স্বাধীন চন্দ্র ফুল।। বলতে পারো শান্তি বালা, তুমি আজ কেমন আছো?  দগ্ধ অন্ত চাঁদোয়ার ভ্রান্তে দাঁড়িয়ে বিন্দু বিন্দু নীল কুয়াশায় সিক্ত মনে জানান দেয় বীরাঙ্গনার নির্মম চিৎকার।  তবুও  ছিদ্র শুষ্ক মনে স্মরণ করিয়ে দেয় লাখো  শহীদের আত্মত্যাগ।।  বলতে পারো শান্তি বালা, তুমি আজ কেমন আছো?  দগ্ধ কুটিরে অন্ত ভিটেই এখনো হায়ানার তীব্র থাবা একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খায়। তবুও লাল সবুজ নিঃশ্বাসে ঘ্রাণ পায় জয়োৎসব ।।  বলতে পারো শান্তি বালা,   তুমি কেমন...... আছো....?