১২ আগস্ট ২০২২

কবি কাব্য রাসেল এর কবিতা "সেই এলোকেশ! ""




সেই এলোকেশ! 


কাব্য রাসেল 


তুমি হেঁটে যাও ফুটপাত মাড়িয়ে আমার দুরন্ত দৃষ্টি 
চেয়ে থাকে রবীন্দ্রনাথের মতো। আর নজরুলের মতো
আমার বিক্ষোভ ও প্রতিবাদের উচ্চারণগুলো তোমার এলোকেশী গন্ধের মাদকতায় আরও বেশি স্বতঃস্ফূর্ত 
হয়ে ওঠে।  আমার কন্ঠ আরও ঝাঁঝালো, আরও বিমূর্ত হয়ে ওঠে স্লোগান। তোমার এলোকেশী বৈশাখী ঝড়ের মতো আমার সমস্ত ক্লান্তি দূর করে আমাকে শীতল আরও শীতল করে দেয়।  আমার চারপাশে সঙ্গতিপূর্ণ সমস্ত অসঙ্গতিই   আমাকে শৃঙ্খলিত করে রাখে,আর শৃঙ্খল ভেঙে ভেঙে আমিও এক ঐন্দ্রজালিক অলৌকিক অদৃশ্য মোহনীয়তায় বেরিয়ে আসি তোমার এলোকেশী দীর্ঘ কালো চুলের অসামান্য অরণ্যে।


1 টি মন্তব্য:

  1. ধন্যবাদ ও অনেক অনেক কৃতজ্ঞতা রইলো লেখাটি প্রকাশের জন্য।

    উত্তরমুছুন

thank you so much