১২ আগস্ট ২০২২

কবি নীলা রহমান এর কবিতা "শান্তি বালা"




শান্তি বালা

নীলা রহমান



বলতে পারো শান্তি বালা,
তুমি আজ কেমন আছো?
মেঘ ছিঁড়ে একরাশ বিদুৎ খড় কুটো শুষ্ক ঘরে 
মাটির  পাঁচিলে পড়ে সব দগ্ধিত ছেঁড়া খেতা। 
বৃষ্টি হয়নি সেদিন। সাত কোটি জনতার স্তব্ধ নয়নে অস্থির ভাষায় স্পষ্ট ছিলো 
স্বাধীনতার তৃপ্ত স্বাদ।

বলতে পারো শান্তি বালা,
তুমি আজ কেমন আছো?
দগ্ধ ভিটে মাটির অন্তরে দাঁড়িয়ে দূর নীলিমায় লাল সবুজ পাখির হলুদ ঠোঁটে শুভ্র শিসে শুনতে পেরেছো বিজয় ইমন সুর। ঐ দেখো ভৈরবী সুরে পুষ্পিত স্বাধীন চন্দ্র ফুল।।

বলতে পারো শান্তি বালা,
তুমি আজ কেমন আছো? 
দগ্ধ অন্ত চাঁদোয়ার ভ্রান্তে দাঁড়িয়ে বিন্দু বিন্দু নীল কুয়াশায় সিক্ত মনে জানান দেয় বীরাঙ্গনার নির্মম চিৎকার।  তবুও  ছিদ্র শুষ্ক মনে স্মরণ করিয়ে দেয় লাখো  শহীদের আত্মত্যাগ।। 

বলতে পারো শান্তি বালা,
তুমি আজ কেমন আছো? 
দগ্ধ কুটিরে অন্ত ভিটেই এখনো হায়ানার তীব্র থাবা একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খায়।
তবুও লাল সবুজ নিঃশ্বাসে ঘ্রাণ পায় জয়োৎসব ।। 

বলতে পারো শান্তি বালা,  
তুমি কেমন...... আছো....?

1 টি মন্তব্য:

  1. অসম্ভব সুন্দর একটি আত্মোপলব্ধির কবিতা, শান্তিবালা।

    উত্তরমুছুন

thank you so much