2020 সাল
শুধু বিষ শুধু বিষ দাও
অমৃত চাইনা !
(শিল্পী নচিকেতার কথা ও গানটা আরও অনুভূত হল এই বছরে)
অনেকগুলি শব্দ বা বিশেষণ পুরানো হলেও; নতুন করে
বার বার আরও জমাট বাঁধল, ধাক্বা মারল বা মারছে....
ছলনা, মিথ্যে, প্রতিশ্রুতি, কৃত্রিমতা, অসহায়তা,
হারানো ভালবাসা বা প্রিয়জন, চাহিদা, চটুলতা,
লোভ, কৃতজ্ঞতা, অন্ধকার, কর্মহীনতা, রাগ
কেমন যেন আশে পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে
যেখানে হ্নদয় বা আন্তরিকতার বড়ই অভাব!
তবুও মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় -যদিও এটির অন্তমিল
অনেক তাৎপর্যপূর্ণ; বিস্তর ফারাক -ও!
ঠিক যেন আদিখ্যেতা আর আন্তরিকতার যতটা পার্থক্য-
হাসি, এটি জীবনের স্ফুলিঙ্গ, তাই কখনো হাসতে ভূলনা যেন;
আজই হঠাৎ , রাস্তাপার হতে গিয়ে জুতোর শোল খুলে যাওয়া-
তারপর পেছন থেকে কিছু ব্যক্তি বা বাইকের কাছে দাড়িয়েথাকা;
ব্যক্তিটির সিগারেট খেতে খেতে অদ্ভুত হাসি! এরকম;
আজ থেকে দশ বছর আগে ঘটলে নিজেকে বোকা মনে হত!
এখন এগুলো বেশ উপভোগ করি; নিজেও হেসে ফেললাম।
আসলে, মন খুলে হাসাটাও একটা টনিকের মত কাজ করে!
2020- এর শেষে এসে মনে হচ্ছে 'করোনা' - অনেককিছু
বদলে দিয়েছে,সেই সঙ্গে অনেকিছু শিখিয়েছে; যা বাস্তব!
শুধু এতো বিষন্নতার মাঝে, মুগ্ধতা যে বড্ড কম হোয়ে গেল!-
(বিশেষ দ্র্যস্টব্য: লেখাটি পুরোটা ব্যক্তিগত নয়, অন্যদের অনুভূতি বা অভিজ্ঞতা নিয়েও লেখা ☺️)