আমার ভয় করে
তুমি বলে ছিলে, বৃষ্টি ভালোবাসো
কিন্তু বৃষ্টির সময় আশ্রয় খুঁজে নাও।
তুমি বলে ছিলে, সূর্য ভালোবাসো
কিন্তু সে যখন জ্বলজ্বল করে জ্বলে
তুমি ছায়া খুঁজে পাও।
আমি বড় চিন্তিত, তুমি যখন বলো,
" আমি তোমাকে ভালোবাসি"।
তুমি বলে ছিলে ,চাঁদ ভালোবাসো
আবার পূর্ণিমা রাতে কলঙ্ক খুঁজতে চাও।
তুমি বলে ছিলে, গোলাপ ভালোবাসো
কিন্তু তার কাঁটা দেখে থমকে দাঁড়াও।
আমার ভয় করে তুমি যখন বলো,
" আমি তোমাকে ভালোবাসি"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much