২৯ মার্চ ২০২১

স্বপন কুমার ধর

 


প্রতিদিনের জীবন


সূর্য যখন ডুবি ডুবি,

আঁধার এগিয়ে দিচ্ছে উঁকি,

নামবে সে যে ঘনিয়ে কালো,

দুর হবে সব দিনের আলো।


ফুটবে তারা আকাশেতে,

ছড়িয়ে দিতে আলো।

জোনাকীর মত মিটমিটিয়ে,

দেখতে লাগে ভাল।


শ্রমের শেষে ক্লান্ত দেহে,

মানুষ যখন ঘুমায়,

বন্য পশু রাত্রি জেগে,

নিজের খাদ্য জোগায়।


গ্ৰাম্য নদী শান্ত বেগে,

চাঁদকে সঙ্গে নিয়ে,

এগোচ্ছে যে বলতে কথা,

সাগর-মোহনার পানে।


ছড়াবে সুবাস ভোরের আলোয়,

ফুটবে অনেক ফুল,

গাইবে পাখি আনন্দেতে,

উড়ে নদীর দু-কূল।


রবির কিরন আসবে দোরে,

শুরু হবে নতুন দিন,

এমনি করেই শুরু হচ্ছে,

আমাদের প্রতিদিনের জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much