২৯ মার্চ ২০২১

মমতার রায়চৌধুরী




মা তোমায় মনে পড়ে



মনের অলিন্দে কষ্টের চোরাবালির

পাহার জমে যখন উঠেছে বারবার।

মাগো, তুমি এসেছো ভরসার,

হাতছানি নিয়ে জীবনে বারবার।

সংসারের যাঁতাকলে চলেছি ঘুরে 

হতাশা যন্ত্রনাকে নিত্য সঙ্গী করে।

তখন আঁকড়ে ধরে প্রাণপণে ,

 বাঁচতে চেয়েছি  মনপ্রাণে,

শুধু মরীচিকা হয়ে গেছে ।

মাগো , তোমায় বড্ড মনে  পড়ে।

জানি আজ আমি অনেক দূরে,

 হৃদয়ে ছবি অাঁকি স্নেহসুধা ভরসা করে।

তোমার আশীষে অন্ধকার সরে,

ছড়িয়ে সূর্যমুখী আলোর ভোরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much