ভোটের লড়াই
মাঠে মিষ্টি করে দুষ্টু হেসে
বললো মোটা দাদা,
আমার দলে নাম লেখা রে
মনটা আমার সাদা।
আমার ডিফেন্স ভীষণ ভালো
গুজরাটেতে দেখিস,
হাফলাইনটা আসানসোলের
দেখে একবার আসিস।
ফরওয়ার্ডে মেদিনীপুর আর
হাওড়া জুটি জোর,
যখনতখন গোল করবে
কাটবে দিদির ঘোর।
ওদিক থেকে চেঁচান দিদি
আমিই গোলে আছি,
আমায় পার করবে কে রে
দেখি, আসুক কাছাকাছি।
মাঠের যেথায় তাকাবি বোকা
সব জায়গায় আমি,
ভুসো-ধুসো প্লেয়ার পালায়
সামনে আমার ড্যামি।
ইস্টুপিটরা ভাবছে কেবল
চেঁচিয়ে করবে মাত,
বাংলার মেয়ে আমিই কেবল
সতর্ক দিন-রাত।
আরেকটা দল জোট করেছে
নামবে লীগের খেলায়,
নিঃশব্দে ভীড় বাড়িয়ে
একসাথে দল চালায়।
দিনাজপুর আর মুর্শিদাবাদ
আটকাবে সব খেলা,
হুগলি আর বর্ধমানের
আসবে তরুণ পোলা।
স্ট্রাইকারটার বয়স বেশী
অভিজ্ঞতায় ভরা,
অনেকদিনই খেলছে ভালোই
তবু থাকছে গোল ছাড়া।
পাঁচ বছরের ট্রফিখানা
কার দখলে যায়,
দলগুলো সব যতই চেঁচাক
মানুষ দেবে রায়।
জনতা না-কি রেফারি হবে
পাহারা দেবে পুলিশ,
জমবে খেলা একপক্ষের
ভয় পেলে সব ভ্যানিশ।
ভোটের খেলা ঘোটের খেলা
জোটের খেলা ভারি,
বেচাকেনা দরাদরি দখলদারির
দেখছি বাড়াবাড়ি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much