হিসেব
শর্মিষ্ঠা দাস
হিসেব মিলছে না
কিছুতেই না
উত্তরের জায়গাগুলো দুর্বোধ্য কিছু কালির আঁচড়ে ভর্তি
ঘুনপোকারা কাটছে সময় ...
পাতার গায়ে লেগে থাকা শেষ জলের বিন্দুর খসে পড়া,
মনে করিয়ে দেয়
আঁকড়ে ধরার চেষ্টা শুধুই বাহ্যিক
কবরে শোয়ানো ফুল আজ অনেকদিন হল রঙ হারিয়েছে
জীবিতরাও আজ কফিনবন্দী করেছে সব সূক্ষ্ম অনুভূতি গুলোকে
জীবন বড় ক্লান্ত
মৃত্যুর শীতলতা তাই বড়ই কাছের
আশ্লেষে একটা চুম্বন এনে দিক সেই পরমপ্রাপ্তি ।।