৩১ মার্চ ২০২২

কবি শর্মিষ্ঠা দাস এর কবিতা "হিসেব"




হিসেব 
শর্মিষ্ঠা দাস

হিসেব মিলছে না
কিছুতেই না
উত্তরের জায়গাগুলো দুর্বোধ্য কিছু কালির আঁচড়ে ভর্তি
ঘুনপোকারা কাটছে সময় ...
পাতার গায়ে লেগে থাকা শেষ জলের বিন্দুর খসে পড়া,
মনে করিয়ে দেয় 
আঁকড়ে ধরার চেষ্টা শুধুই বাহ্যিক 
কবরে শোয়ানো ফুল আজ অনেকদিন হল রঙ হারিয়েছে
জীবিতরাও আজ কফিনবন্দী করেছে সব সূক্ষ্ম অনুভূতি গুলোকে 
জীবন বড় ক্লান্ত 
মৃত্যুর শীতলতা তাই বড়ই কাছের
আশ্লেষে একটা চুম্বন এনে দিক সেই পরমপ্রাপ্তি ।।
  
                                                          
             

কবি আতিয়ার এর কবিতা অগ্রপথিক




অগ্রপথিক
আতিয়ার রহমান 

ছলনার সাথে রাখি বন্ধনে
হারিয়ে স্বর্গকুল
সৃষ্টির সাথী হয়ে এলে নারী 
ফোটাতে মানব ফুল।

অধর ওষ্ঠে মধুর পেয়ালা
বক্ষে দোদুল দিশ
মোহ-ঝর্ণনার প্রেমের জোয়ারে 
ভাসাও অহর্নিশ। 

মমতা শ্রেষ্ঠা স্বপ্নের ভোর 
রোদ্র করোজ্জল
রাতের আঁধারে চন্দ্রকলায়
স্নিগ্ধ নীলোৎপল। 
 
উসর মরুতে ঝরা নির্ঝর,
করুণা নিধির ছায়া
জননী জায়ার বহুরূপী রূপ
শ্যামল মাটির মায়া।

নর-বিদ্বেষী নও নারীবাদী 
নও বিপনন প্রতীক 
তোমার শুভ্র আঁচল তলায়
ঘুমায় অগ্রপথিক।