৩১ মার্চ ২০২২

কবি আতিয়ার এর কবিতা অগ্রপথিক




অগ্রপথিক
আতিয়ার রহমান 

ছলনার সাথে রাখি বন্ধনে
হারিয়ে স্বর্গকুল
সৃষ্টির সাথী হয়ে এলে নারী 
ফোটাতে মানব ফুল।

অধর ওষ্ঠে মধুর পেয়ালা
বক্ষে দোদুল দিশ
মোহ-ঝর্ণনার প্রেমের জোয়ারে 
ভাসাও অহর্নিশ। 

মমতা শ্রেষ্ঠা স্বপ্নের ভোর 
রোদ্র করোজ্জল
রাতের আঁধারে চন্দ্রকলায়
স্নিগ্ধ নীলোৎপল। 
 
উসর মরুতে ঝরা নির্ঝর,
করুণা নিধির ছায়া
জননী জায়ার বহুরূপী রূপ
শ্যামল মাটির মায়া।

নর-বিদ্বেষী নও নারীবাদী 
নও বিপনন প্রতীক 
তোমার শুভ্র আঁচল তলায়
ঘুমায় অগ্রপথিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much