৩০ মার্চ ২০২২

আইরিন মনীষা'র কবিতা "রিক্তের বেদন"




রিক্তের বেদন
আইরিন মনীষা 

বড়  অভিমানী মেয়ে আমি
অল্প শোকে কাতর
হারানো প্রেমের বিরহে আজি
হয়েছি আমি পাথর।

হাজারো স্বপ্নের পসরা নিয়ে
করেছিনু বুনন কাব্য
সেই কাব্যটির প্রতিটি পাতায়
আমার দুঃখের নাট্য। 

বাড়ি গাড়ি টাকা পয়সা
ছিলোনা কিছুই চাওয়া
সুখে দুঃখে থাকবো দুজন
হলোনা তাও পাওয়া। 

বিনা দোষে ছাড়লে আমায়
বাঁধলে অন্যে ঘর,
আমার যতো আবেগ অনুভুতি
করলে তুমি পর। 

সময় যেন ঘনিয়ে এলো 
ডাকছে আমার রব
মরণের পরে মাটির ঘরে
ফিরবো হয়ে শব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much