মদের জগৎ
শিবনাথ মণ্ডল
ধন্য,ধন্য মদ তুমি
তোমার কেন বদনাম
চিরকাল মাতালের
বাঁচাও তুমি প্রাণ।
মদ খায়না এ জগতে
ক'জন মানুষ আছে
মদ খাওয়ার কত গুণ
মাতাল শুধু বোঝে।
পূজোবাড়ি বিয়েবাড়ি
মদের সম্মান কত
দেশিমদ বিলাতিমদ
নাম আছে যত।
রাস্তা দিয়ে কত মাতাল
টলতে টলতে চলে
মুখে আসা কথা গুলো
আপন মনে বলে।
মদের মধ্যে কি'যে যাদু
ধরলে ছাড়েনা
সংসারে অশান্তি বাড়ায়
শান্তি থাকেনা।
ছেলে বুড়ো সবাই এখন
মদকে ভালোবাসে
বারোমাসে তেরপাব্বন
আছে প্রতিমাসে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much