পোস্টগুলি

এপ্রিল ২৯, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি মনোয়ারুল ইসলাম "কালের অমানিশা"

ছবি
কালের অমানিশা মনোয়ারুল ইসলাম দৃষ্টি দূর বিবর্ণ কুয়াশাচ্ছন্ন ভেজা ভেজা জলের স্পর্শ  অনূভুতির বিস্তীর্ণ দিগন্তে .... শেষ বিকেলে মায়াবী আলোয় ফেলে আসা ছেলে বেলা গায়ের মেঠোপথ, ভরা নদী, কিশোরী ভালোবাসা, আলেয়া .... এখন কংক্রিট লোহালক্কর যান্ত্রিক জীবন ক্ষয়ে ক্ষয়ে যায়  বিকল যান .... প্রিয় মাটি মিশে যাই, কালের অমানিশা ....

কবি শেখ রাসেল এর কবিতা "সুযোগ খুঁজি "

ছবি
সুযোগ খুঁজি   শেখ রাসেল   সুযোগ খুঁজি আমরা সবে একটু পেলে ছুতো, ওমনি ধরে দেই-যে মেরে দস্যি ষাঁড়ের গুঁতো। আজব দেখি ঘটলে কিছু হোকনা কোন দেশে, গুজব নিয়ে তাল পাকাবে চোর সাধুরি বেশে। কাজের বেলা নয়-তো কাজি চোরের সুতা টানি, লাগাম ছেড়ে বলছো মুখে মিথ্যা হাজার বাণী। আমরা কি-ভাই হালের গরু দিচ্ছো পিঠে কষে, পকেট খানি করছো ভারী দিন মজুরী চুষে। আকাশ সমান উর্ধ্ব গতি বাড়ছে সবি দাম, গরীব খেটে মরছে দেখো রক্ত পানির ঘাম। শাসন নামের শোষণ নিয়ে যাচ্ছি করে বাস, সোনার দেশে করছি কি তাই বর্গী নামের চাষ?

কবি জাহাঙ্গীর আলম জীবন এর কবিতা "বিবর্ণ স্বপ্ন"

ছবি
বিবর্ণ স্বপ্ন জাহাঙ্গীর আলম জীবন   আমরা  বেশীর ভাগ মানুষই জীবনের টানাপোড়নে আবদ্ধ  কখনও এটা আবার কখনও ওঠা  সমস্যাত লেগেই আছে ; থাকবে।  সংসার, বিয়ে, অসুস্থতা আর ব্যস্ততার চিন্তা করতে গিয়ে নিজের  কথাই ভুলতে হয়। তার পরেও অনেকের মন ভরে না!  কখনও মনে হয় ;সাংসারিক দায়িত্ব আর জীবনের অশুভ অধ্যায়গুলো যদি না থাকতো  তাহলে দিব্যি একটানা পড়ে যেতাম.. একটি জীবনে কত চাওয়া  স্বপ্ন হাজার। সময়ের স্রোতে  স্বপ্ন ভেঙ্গে বিবর্ণ হয়ে যায় তবুও স্বপ্ন; স্বপ্নই দেখে যায়।

মমতা রায়চৌধুরী এর ধারাবাহিক উপন্যাস পর্ব ১৬৫

ছবি
উপন্যাস  টানাপোড়েন ১৬৫ কুসংস্কারের বেড়াজালে মমতা রায়চৌধুরী  রাত্রে শুয়ে শুয়ে চৈতির মার কথাগুলো ভেবে যাচ্ছিল রেখা।' সত্যিই যদি এরকম কিছু  হয় ,সত্যিই যদি চৈতির শ্বশুর বাড়িটা ভোলা ঠাকুরের জন্য ঠিক হয়ে থাকে। তাহলে কি একবার রেখা চেষ্টা করবে? আবার মনে মনে ভাবছে এসব কুসংস্কার ।একজন শিক্ষিতা মেয়ে এসব বিশ্বাস করে কি করে? "আসলে মনের ভেতরে ভয় থেকে সৃষ্টি হয় এসব। কিংবা দীর্ঘদিন পরিশ্রম প্রচেষ্টার ফলে যখন কিছু না মেলে তখন বোধহয় ভাগ্যের উপর ছেড়ে দিতে হয় এবং যে যা বলে সেটাকেই তখন বিশ্বাস করতে ইচ্ছে করে। এসব ভাবছে  রেখা।মনোজ  ওঘরে খেলা দেখছে আজকে  টিভির কাছ ওকে  থেকে নড়ানো যাবে না। কে কে আর  খেলা। হঠাৎই কতগুলো মেসেজ ঢোকার আওয়াজ হলো ।মনের ভাবনায় ছন্দ পতন ঘটল। ফোনটা টেবিলের উপর ছিল রেখা তাড়াতাড়ি উঠে ফোনটা চেক করলো।  "ওমা একি একটা মেসেজ ফরওয়ার্ড করা হয়েছে। তাতে লেখা হয়েছে তারাপীঠ মন্দিরের পূজারী ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্নাদেশ পেয়েছেন। তিনি বলেছেন সকলকে গীতা পাঠ আর প্রার্থনা করতে এবং এই মেসেজ যে 30 জনকে পাঠাবে তার মনের আশা পূরণ হবে, আর যে অবহেলা করবে তার পাঁচ বছর খারাপ

কবি মোঃসেলিম মিয়া "ঈদ বোনাস"

ছবি
ঈদ বোনাস   মোঃসেলিম মিয়া  মুসলিম দের ধর্মীয় উৎসব বড় দুটি ঈদ, ঈদুল ফিতর ঈদুল আজহা ত্যাগের মহিমায় গায় গীত!  গরীব দুঃখীর কষ্ট অনুধাবণে সিয়াম সাধনে রত--- পূর্ণ দিবস অভূক্ত থেকে ক্ষুধা তৃষ্ণায় কত! ধনী গরিব নেই ভেদাভেদ এটাই মর্ম বাণী --- ইসলামের শশীতলে আসল ঠাঁই মানি। সত্যিকারের ইসলাম ভাই  সাম্যের কথা বলে, যাকাত ফিতর উৎসব বোনাসে সঠিক নিয়ম কি মানে? গরীবের হক বিলিয়ে দিতে  বিধিনিষেধ  জারি,  যুগে যুগে নবীর আদেশ শ্রষ্ঠার দেওয়া বাণী!  মানব কুল  চলছে মেনে নিস্তার পেতে সকল ভুল, ঈদ ভাতা উৎসব বোনাস সম্প্রীতিতে সামাজিক রুল। প্রাইভেট প্রতিষ্ঠানে ঈদ বোনাসে বৈষম্য কতো রীতি,  ঈদের সময় ঘনিয়ে এলে মাথায় খেলে ভীতি!  শিল্পপতি আছেন যারা ভীষণ মনে কষ্ট,  ব্যবসায় শুধু লস আর লস কিসের বোনাস প্রাপ্য? অজুহাতের তিনহাত খোঁজে  পাশ কেটে তাই  চলে, গরীবের সিঁদ কেটে ভাই রাজ প্রাসাদটি গড়ে! ইসলাম কি এটাই বলে বোনাস ছলাকলা?   ঈদ আনন্দে ভাগ বসাতে বোনাসে কেণ ধাওয়া!!!